রাত পোহালেই বিয়ে। তার প্রাক্কালেই আন্তেলিয়ায় অনন্ত-রাধিকার মঙ্গলকামনায় শিবশক্তি পুজোর আয়োজন হয়েছিল বুধবার রাতে। এদিন সকালেই গায়ে হলুদ হয়।
যেখানে একছাদের তলায় হাজির হয়েছিল নবীন-প্রবীণ মিলিয়ে প্রায় গোটা বলিউড। সাদামাটা সাদা কুর্তা-পাজামাতে দেখা গেল সঞ্জয় দত্তকে।
অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের সঙ্গীত, গায়ে হলুদের অনুষ্ঠানে বলিউডের ‘ফুল অ্যাটেন্ডেস’। সস্ত্রীক রাজকুমার হিরানিকেও দেখা গেল।
দীপিকা পাড়ুকোনকে ছাড়াই এলেন রণবীর সিং। তিনি প্রায় প্রতিতি প্রাকবিবাহ অনুষ্ঠানেই আসার মাতিয়েছেন।
প্রেমিক শিখর পাহাড়িয়াকে নিয়ে হাজির জাহ্নবী কাপুর। ফ্যাশন ডিজাইনার অনামিকা খান্নার এমব্রয়ডারি লেহেঙ্গায় আম্বানিদের রেড কার্পেটে বাজিমাত করলেন অভিনেত্রী।
অনন্যা পাণ্ডেকে দেখা গেল বেগুনি লেহেঙ্গা আর সোনালি গয়নায়। আদিত্য রায় কাপুরের সঙ্গে প্রেম ভাঙলেও মেহেন্দি পরলেন খুশি মনেই।
জাহ্নবীর তুতোবোন সানায়া কাপুরকে বরং দেখা গেল ছিমছাম সাজে।
অমিত ত্রিবেদীর কণ্ঠে ‘নমো নমো’ গানেই জমে ওঠে ভক্তির আসর। গোটা দেশের নজর বর্তমানে এই মেগাবাজেট বিয়ের দিকে। সস্ত্রীক হাজির 'মাহি' ওরফে মহেন্দ্র সিং ধোনি।
বুধবার তারকাখচিত শিবশক্তি পুজোর অনুষ্ঠানে হাজির হয়েছিলেন 'জওয়ান' পরিচালক অ্যাটলি কুমারও এলেন স্ত্রীকে নিয়ে।
অনুষ্ঠান শেষে পাপারাজ্জিদেরজন্য প্রসাদও পাঠালেন মা নীতা আম্বানি। এদিন নরনারায়ণ সেবাও দেন আম্বানিরা। (ছবি- ইনস্টাগ্রাম)
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.