টলিউডে যদি মহাভারত হত, তাহলে কেমন হত? ঋতুপর্ণ ঘোষ ভেবেছিলেন। কিন্তু তাঁর অকালপ্রয়াণে সেই কাজ অসমাপ্তই রয়ে গিয়েছে। তবে বাংলা সিনে ইন্ডাস্ট্রির তারকাদের নিয়ে যদি আজকের দিনে কোনও পরিচালক 'মহাভারত' করতেন, তাহলে কাকে কোন চরিত্রে বেছে নিতেন, সেটা জানা নেই। তবে AI-এর হাত ধরে সংবাদ প্রতিদিন একটা ছোট্ট প্রয়াস করল। ভীষ্মের চরিত্রে মিঠুন চক্রবর্তী। (গ্রাফিক্স- অরিত্র দেব)
কুন্তীর ভূমিকায় ঋতুপর্ণা সেনগুপ্ত। তাঁর ব্যক্তিত্ব এবং অভিনয় দক্ষতায় এই চরিত্রে মানাবে বলেই আমাদের ধারণা। (গ্রাফিক্স- অরিত্র দেব)
তিনি যেমন ইন্ডাস্ট্রির বর্তমান প্রজন্মের অভিভাবক, তেমন পঞ্চপাণ্ডবের বড় দাদা হিসেবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ভাবা হয়েছে। (গ্রাফিক্স- অরিত্র দেব)
দ্রৌপদীর মতো মহাভারত-এর বলিষ্ঠ নারী চরিত্রে সোহিনী সরকার। (গ্রাফিক্স- অরিত্র দেব)
অর্জুন-এর অবতারে টোটা রায়চৌধুরী। (গ্রাফিক্স- অরিত্র দেব)
মহাভারত-এর অন্যতম ট্র্যাজিক চরিত্র কর্ণ-র বেশে অনির্বাণ ভট্টাচার্য। (গ্রাফিক্স- অরিত্র দেব)
ভীম অবতারে দেব। 'গোলন্দাজ', 'বাঘাযতীন', 'রঘু ডাকাত' একাধিক চরিত্রকে দেবের কাস্টিংয়ের নেপথ্যে তাঁর শারীরিক গড়ন। তাই আজকের দিনে মহাভারত হলে তাঁকে ভীমের চরিত্রে দেখতে যে মন্দ লাগত না, তা বলাই বাহুল্য। (গ্রাফিক্স- অরিত্র দেব)
দুর্যোধনের মতো শক্তিশালী চরিত্রে জিৎ। 'রাবণ' ছবিতে তাঁর লুক দেখার পর অভিনেতাকে এই চরিত্রে বেশ মানাবে বলেই আমাদের ধারণা। (গ্রাফিক্স- অরিত্র দেব)
এবং কৃষ্ণর ভূমিকায় টলিপাড়ায় 'একমেবাদ্বিতীয়ম' যিশু সেনগুপ্ত। (গ্রাফিক্স- অরিত্র দেব)
শকুনীমামার চরিত্রের গড়নের সঙ্গে হয়তো টলিপাড়ায় দু-একজন অভিনেতাকে মানায়, তবে এক্ষেত্রে ছক ভাঙা ভাবনা প্রতিদিন-এর। 'শিকারপুর'- সিরিজে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের অসামান্য খলচরিত্র দেখে তাঁকে এই ভূমিকায় ভাবা হয়েছে। (গ্রাফিক্স- অরিত্র দেব)
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.