বিবাহবিচ্ছেদে পরে কেটে গিয়েছে এক বছরেরও বেশি সময়। এবার কি তাহলে নতুন করে জীবন শুরু করার কথা ভাবছেন শিখর ধাওয়ান? ছবি: ইনস্টাগ্রাম
সেরকম ইঙ্গিত মিলেছে চলতি বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন। ভারতীয় দলের ম্যাচ দেখতে এক সুন্দরীর সঙ্গে হাজির ছিলেন ভারতীয় ক্রিকেটের 'গব্বর'। ছবি: ইনস্টাগ্রাম
পাশাপাশি আসনে বসে স্রেফ খেলা দেখা নয়, সুন্দরীর সঙ্গে হাসিতে ফেটে পড়তেও দেখা গিয়েছে শিখরকে। ছবি: ইনস্টাগ্রাম
সেই ছবি নেটদুনিয়ায় ভাইরাল হতেই প্রশ্ন, শিখরের সঙ্গে ম্যাচ দেখতে আসা লাস্যময়ীটি কে? ছবি: ইনস্টাগ্রাম
জানা যায়, ধাওয়ানের সঙ্গীর নাম সোফি শাইন। আয়ারল্যান্ডের বাসিন্দা এই সুন্দরী। প্রোডাক্ট কনসালট্যান্ট হিসাবে সেদেশেই কর্মরত তিনি। ছবি: ইনস্টাগ্রাম
কিন্তু শিখরের সঙ্গে ২০২৪ সাল থেকেই তাঁর নাম জড়ায়। গতবছর আইপিএলে পাঞ্জাব কিংসে খেলতেন শিখর। সেখানেই দেখা যায় সোফিকে। ছবি: ইনস্টাগ্রাম
তাহলে কি একে অপরকে মন দিয়ে ফেলেছেন শিখর-সোফি? সেই জল্পনাই উসকে দিলেন তারকা ক্রিকেটার। জানালেন, বিচ্ছেদ থেকে শিক্ষা নিয়ে জীবনে এগিয়ে গিয়েছেন। ছবি: ইনস্টাগ্রাম
অস্ট্রেলিয়া নিবাসী বঙ্গকন্যা আয়েশার সঙ্গে ২০১২ সালে বিয়ে করেন শিখর। তাঁদের একটি পুত্রও আছে। তাছাড়াও বিয়ের পর আয়েশার দুই কন্যাকে দত্তক নেন শিখর। ছবি: ইনস্টাগ্রাম
কিন্তু ২০২০ সাল থেকে তাঁরা আলাদা থাকতে শুরু করেন। তিন সন্তানকে নিয়ে মেলবোর্নে থাকতেন আয়েশা। ছবি: ইনস্টাগ্রাম
২০২৩ সালে পাকাপাকিভাবে বিচ্ছেদ হয় শিখর-আয়েশার। তারপর থেকেই কি কাছাকছি এসেছেন সোফি এবং শিখর? তারকা ক্রিকেটারের মতে, বিচ্ছেদটা তাঁর জীবনে একটা শেখার অধ্যায় ছিল। ছবি: ইনস্টাগ্রাম
দ্বিতীয়বার কি বিয়ের পিঁড়িতে বসবেন শিখর? লেহেঙ্গা-শাড়ি পরে, ফুচকা খেয়ে ইতিমধ্যেই ভারতীয় হয়ে ওঠার চেষ্টা শুরু করে ফেলেছেন সোফি। তাহলে কি চারহাত এবার এক হচ্ছে? উত্তর অধরাই। ছবি: ইনস্টাগ্রাম
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.