Advertisement
Advertisement

Breaking News

বিচ্ছেদ অতীত, জীবনের পথে এগিয়ে গিয়েছেন শিখর, ‘গব্বরে’র মন ভোলালেন আইরিশ বান্ধবী?

শিখরের সঙ্গে ম্যাচ দেখতেও হাজির ছিলেন এই সুন্দরী।

১১

বিবাহবিচ্ছেদে পরে কেটে গিয়েছে এক বছরেরও বেশি সময়। এবার কি তাহলে নতুন করে জীবন শুরু করার কথা ভাবছেন শিখর ধাওয়ান? ছবি: ইনস্টাগ্রাম

১১

সেরকম ইঙ্গিত মিলেছে চলতি বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন। ভারতীয় দলের ম্যাচ দেখতে এক সুন্দরীর সঙ্গে হাজির ছিলেন ভারতীয় ক্রিকেটের 'গব্বর'। ছবি: ইনস্টাগ্রাম

১১

পাশাপাশি আসনে বসে স্রেফ খেলা দেখা নয়, সুন্দরীর সঙ্গে হাসিতে ফেটে পড়তেও দেখা গিয়েছে শিখরকে। ছবি: ইনস্টাগ্রাম

১১

সেই ছবি নেটদুনিয়ায় ভাইরাল হতেই প্রশ্ন, শিখরের সঙ্গে ম্যাচ দেখতে আসা লাস্যময়ীটি কে? ছবি: ইনস্টাগ্রাম

১১

জানা যায়, ধাওয়ানের সঙ্গীর নাম সোফি শাইন। আয়ারল্যান্ডের বাসিন্দা এই সুন্দরী। প্রোডাক্ট কনসালট্যান্ট হিসাবে সেদেশেই কর্মরত তিনি। ছবি: ইনস্টাগ্রাম

১১

কিন্তু শিখরের সঙ্গে ২০২৪ সাল থেকেই তাঁর নাম জড়ায়। গতবছর আইপিএলে পাঞ্জাব কিংসে খেলতেন শিখর। সেখানেই দেখা যায় সোফিকে। ছবি: ইনস্টাগ্রাম

১১

তাহলে কি একে অপরকে মন দিয়ে ফেলেছেন শিখর-সোফি? সেই জল্পনাই উসকে দিলেন তারকা ক্রিকেটার। জানালেন, বিচ্ছেদ থেকে শিক্ষা নিয়ে জীবনে এগিয়ে গিয়েছেন। ছবি: ইনস্টাগ্রাম

১১

অস্ট্রেলিয়া নিবাসী বঙ্গকন্যা আয়েশার সঙ্গে ২০১২ সালে বিয়ে করেন শিখর। তাঁদের একটি পুত্রও আছে। তাছাড়াও বিয়ের পর আয়েশার দুই কন্যাকে দত্তক নেন শিখর। ছবি: ইনস্টাগ্রাম

১১

কিন্তু ২০২০ সাল থেকে তাঁরা আলাদা থাকতে শুরু করেন। তিন সন্তানকে নিয়ে মেলবোর্নে থাকতেন আয়েশা। ছবি: ইনস্টাগ্রাম

১০ ১১

২০২৩ সালে পাকাপাকিভাবে বিচ্ছেদ হয় শিখর-আয়েশার। তারপর থেকেই কি কাছাকছি এসেছেন সোফি এবং শিখর? তারকা ক্রিকেটারের মতে, বিচ্ছেদটা তাঁর জীবনে একটা শেখার অধ্যায় ছিল। ছবি: ইনস্টাগ্রাম

১১ ১১

দ্বিতীয়বার কি বিয়ের পিঁড়িতে বসবেন শিখর? লেহেঙ্গা-শাড়ি পরে, ফুচকা খেয়ে ইতিমধ্যেই ভারতীয় হয়ে ওঠার চেষ্টা শুরু করে ফেলেছেন সোফি। তাহলে কি চারহাত এবার এক হচ্ছে? উত্তর অধরাই। ছবি: ইনস্টাগ্রাম