বিয়ের বাকি আর মাত্র কয়েকটা দিন। একের পর এক আইবুড়োভাত খেয়ে যাচ্ছেন শ্বেতা ভট্টাচার্য ও রুবেল দাস। শ্বেতার জন্য এলাহি আয়োজন করেছিল 'কোন গোপনে মন ভেসেছে' টিম।
ছবি দেখে যা বোঝা যাচ্ছে শ্বেতার পাতে ছিল এলাহি আয়োজন। লুচি, মাংস, পোলাও, সাদা ভাত, একাধিক তরকারি, মাছ, মিষ্টি কিছুই বাদ ছিল না।
রুবেলের 'নিম ফুলের মধু' সিরিয়ালের টিমও কম যায় না। অভিনেতার পাতে ছিল মাংস, পোলাও, সাদা ভাত, মাছ, মিষ্টি। টোপর মাথায় পরেই আইবুড়োভাত খেলেন রুবেল।
শোনা গিয়েছে, আগামী ১৯ জানুয়ারি বৈদিক মতেই বিয়ে সারবেন রুবেল ও শ্বেতা। টেলিপাড়ার তারকা যুগলের বিয়ে নাকি দেবেন নন্দিনী ভৌমিক।
গত বছরের ডিসেম্বর মাসেই আংটি বদলের অনুষ্ঠান সেরেছেন শ্বেতা-রুবেল। ঘরোয়া আয়োজনে দুজনের আশীর্বাদের অনুষ্ঠানও সম্পন্ন হয়েছে। এবার বিয়ের পালা। ছবি: ইনস্টাগ্রাম।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.