শীতকে বিদায় জানিয়ে বসন্তকে স্বাগত জানিয়েছে কলকাতা। বসন্তের আগমনের সঙ্গে সঙ্গেই বাড়ছে তাপমাত্রা। ছবি: অমিত ঘোষ।
গরম যে বাড়ছে সেটা ভালমতোই টের পাওয়া গেল আলিপুর চিড়িয়াখানায়। তাপমাত্রা বাড়তেই জলের খোঁজে চিড়িয়াখানার 'বাসিন্দা'রা। ছবি: অমিত ঘোষ।
বুধবার যেমন খোদ রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখা গেল ভরদুপুরে জলকেলি করতে। কখনও তিনি ডুবলেন, কখনও ভাসলেন আবার কখনও সাঁতার কাটলেন। ছবি: অমিত ঘোষ।
হাওয়া অফিস বলছে কলকাতার তাপমাত্রা ইতিমধ্যেই তিরিশের কোঠায়। এই প্রবল গরমে জলেই তো এক চিলতে স্বস্তি। দক্ষিণরায় মহাশয়ও তাই স্বস্তির খোঁজে জলেই নামলেন। ছবি: অমিত ঘোষ।
বসন্তের গোড়াতেই গরম। অকাল গ্রীষ্মে জলকেলি করে যে তিনি বেশ সন্তুষ্ট, সেটা বোঝা গেল হাবেভেবে। কখনও তাঁকে দেখা গেল হাত-পা ছুঁড়তে আবার কখনও দেখা গেল হুঙ্কার ছাড়তে। ছবি: অমিত ঘোষ।
হাওয়া অফিস বলছে, আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা থাকছে। সেটা না হলে আগামী দিনে আরও বাড়বে তাপমাত্রা। তখন হয়তো বাঘের এই অকাল জলকেলির ছবি আরও দেখা যাবে। ছবি: অমিত ঘোষ।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.