Advertisement
Advertisement
RG Kar Protest

ট্রোলের পরোয়া না করেই RG Kar কাণ্ডে কড়া বার্তা ঋতুপর্ণার, শাস্তি চান পরমব্রত-পাওলিরাও

একজোট হয়ে অভয়ার মৃত্যুর বিচারের দাবিতে সরব বাংলার তারকারা।

টলিপাড়ার একটাই স্বর, ‘জাস্টিস ফর আর জি কর’। একজোট হয়ে অভয়ার মৃত্যুর বিচারের দাবিতে সরব বাংলার তারকারা।

আর জি করের নারকীয় ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার কিশোর কুমারের মূর্তি সংলগ্ন এলাকায় আর্টিস্ট ফোরামের গণ অবস্থান হয়।

বড়পর্দার পাশাপাশি ছোটপর্দার তারকারাও একজোট হয়ে প্রতিবাদ করেন। প্রতিবাদের মঞ্চে পাশাপাশি দেখা যায় অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব এবং অভিনেত্রী তথা বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়কে।

বুধবারই কলকাতায় পা রাখেন দেব। আর ফিরেই হাসপাতালে ছুটতে হয়েছিল তারকাকে। বাবা গুরুপদ অধিকারী অসুস্থ। সেদিক সমস্ত কিছু সামলাতে হচ্ছে। এর মধ্যেও গণ অবস্থানে দেব। বিচারের দাবিতে জ্বালালেন মোমবাতি।

শঙ্খ বাজানো নিয়ে ট্রোল হতে হয় ঋতুপর্ণা সেনগুপ্তকে। তার পরোয়া না করেই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইলেন অভিনেত্রী। "দোষীরা শাস্তি না পেলে সমাজ পিছিয়ে পড়বে... ফাঁসি চাই। না হলে ভয় পাবে না। যাঁরা ট্রোল করছে সেটা তাঁদের কাজ। এই ট্রোল তুচ্ছ বিষয়। ছোটবেলা থেকে সন্তানদের শিক্ষা দেওয়া উচিত', বলেন অভিনেত্রী।

এছাড়াও আর্টিস্ট ফোরামের গণ অবস্থানে বিচারের দাবিতে সরব হন কমলিকা বন্দ্যোপাধ্যায়, শুভ্রজিৎ দত্ত, স্নেহা চট্টোপাধ্যায়, ঋতা দত্ত চক্রবর্তীরা।

সমুন্ত মুখোপাধ্যায়, অলকানন্দা রায়, পরমব্রত চট্টোপাধ্যায়, পাওলি দাম, চৈতি ঘোষাল, দিগন্ত বাগচী, দেবলীনা দত্ত, অর্জুন চক্রবর্তী, গৌরব চক্রবর্তীরাও বিচারের দাবিতে সরব হন। ছবি: শুভজিৎ মুখোপাধ্যায়।