ক্রিসমাসে ঋতাভরী চক্রবর্তীর 'ফাটাফাটি' সেলিব্রেশন। কাদের সঙ্গে? নিজের আইডিয়াল স্কুল ফর দ্য ডেফের বিশেষভাবে সক্ষম শিশুদের সঙ্গে।
বড়দিন অনেকের ছুটির দিন। কিন্তু আইডিয়াল স্কুল ফর দ্য ডেফের পড়ুয়াদের জন্য ২৪ ঘণ্টা আগেই যেন সান্তাক্লজ হয়ে উঠেছিলেন ঋতাভরী।
বছরের একটা দিন সবাই ছিল হইহুল্লোড়ের মেজাজে। ফুচকা, বিরিয়ানি, আইসক্রিম, উপহার সবই ছিল সাজানো। সেই সঙ্গে ফেস পেন্টিংয়ের মজা।
বড়দিনের কেকও কাটা হয় এদিন। অভিনেত্রীর কাছের মানুষরাও শামিল হয়েছিলেন সেলিব্রেশনে। ছিলেন শতরূপা সান্যাল। হাসিমুখেই কাটা হয় কেক।
‘অভিভাবক ও আপনজন’ হিসেবে নিজের এই সন্তানদের নিয়ে গর্বিত ঋতাভরী। জীবনের নানা মুহূর্ত এদের সঙ্গে ভাগ করে নেন। বড়দিনের বড় পাওনা ছিল নায়িকার স্নেহের আলিঙ্গন। ছবি: ফেসবুক।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.