Advertisement
Advertisement

Breaking News

Ritabhari Chakraborty

দুপুরের আলসেমিতে ঋতাভরী, ছবি দেখে মুগ্ধ অনুরাগীরা

লাস্যময়ী মেজাজে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন অভিনেত্রী।

অলস দুপুরের আলসেমিতে ক্যামেরার সামনে পোজ দিলেন ঋতাভরী চক্রবর্তীর। শিবাজী সেনের তোলা ছবিটি সোশাল মিডিয়ায় শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, 'লেজি আফটারনুন'।

নতুন করে প্রেমে পড়েছেন। দিন কয়েক আগে নিজেই বহুরূপী ছবির এক অনুষ্ঠানে নিজমুখে সেকথা স্বীকার করে নিয়েছিলেন ঋতাভরী। সেই প্রেমেই যেন অভিনেত্রীর রূপ ঠিকরে পড়ছে।

দীপাবলিতে শাহরুখ খান ঘনিষ্ঠ বলিউডের জনপ্রিয় চিত্রনাট্যকার সুমিত অরোরার সঙ্গে ছবি পোস্ট করেছিলেন ঋতাভরী। তিনিই কি অভিনেত্রীর মনের মানুষ? এমন প্রশ্ন উঠছে।

‘ওগো বধূ সুন্দরী’র মাধ্যমে ছোটপর্দায় কেরিয়ার শুরু করেন ঋতাভরী। তার পর বড়পর্দায় শুরু হয় তাঁর যাত্রা। ‘তবুও বসন্ত’ থেকে ‘ফাটাফাটি’, ‘বহুরূপী’ পর্যন্ত পার হয়েছে গোটা একটা যুগ।

এর মাঝেই আবার বিদেশে পড়াশোনা করেছেন ঋতাভরী। মাঝে শারীরিক সমস্যার জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছিল অভিনেত্রীকে। ওজন বাড়ার জন্য কটূক্তি শুনেছেন। কিন্তু প্রতিবারই দুর্দান্তভাবে ফিরে এসেছেন ক্যামেরার সামনে। ছবি: ফেসবুক।