আর জি কর কাণ্ডের তরুণী চিকিৎসক হত্যাকাণ্ডে সোমবার সুপ্রিম কোর্টে শুনানি। তার আগে রবিবার ফের রাত দখল।
দুপুর থেকে দফায় দফায় রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ পথে নেমে আন্দোলনে শামিল।
কোথাও মানববন্ধন, আবার কোথাও মিছিলে অংশ নিয়েছেন সমাজের সকল স্তরের মানুষ।
আট থেকে আশি, সমাজের সকল স্তরের মানুষ মিছিলে শামিল।
বাদ যাননি রিকশা চালকরাও। মিছিলে শামিল হন মূলত উত্তর কলকাতার টানা রিকশা চালকেরা।
হেদুয়া থেকে কলেজস্ট্রিট পর্যন্ত মিছিল করেন রিকশা চালকরা।
মিছিলকারী রিকশা চালকদের গলায় ঝোলানো প্ল্যাকার্ড ও পোস্টার।
রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা।
সুবিচারের দাবিতে সরব সকলে।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.