একদিকে চলছে পুজো কার্নিভাল, অন্যদিকে দ্রোহের কার্নিভাল। অভয়ার সুবিচারের দাবিতে চিকিৎসকদের পাশাপাশি রাস্তায় আমজনতা। ছবি: ব্রতীন কুণ্ডু।
হাতে হাত রেখে ব্যারিকেড গড়লেন জুনিয়র ডাক্তাররা। জানা গিয়েছে, চার দিক থেকে আসা মানব বন্ধন মিলবে ডোরিনা ক্রসিংয়ে। ছবি: ব্রতীন কুণ্ডু।
দ্রোহের কার্নিভালের জন্য ৯ টি জায়গাকে বেছেছিল চিকিৎসকদের সংগঠন। হাতে ব্যানার, পোস্টার নিয়ে সেই সমস্ত পয়েন্টে জমায়েত করেছেন শ'য়ে শ'য়ে মানুষ। ছবি: ব্রতীন কুণ্ডু।
ঢাকের তালে তালে চলছে স্লোগান। সকলের একটাই স্বর, জাস্টিস ফর আর জি কর। ছবি: ব্রতীন কুণ্ডু।
আট থেকে আশি সকলেই শামিল হয়েছে প্রতিবাদে। প্রত্যেকের একটাই কথা, সুবিচার না মেলা পর্যন্ত লড়াই চলবে। ছবি: ব্রতীন কুণ্ডু।
অকেজো হাত-পা। তা সত্ত্বেও দ্রোহের কার্নিভালে শামিল হয়েছেন কলকাতার ইকবালপুরের বাসিন্দা শাহেনশা। ছবি: ব্রতীন কুণ্ডু।
এ যেন এক অন্য ধর্মতলা। ঢাক, স্লোগানিং এর পাশাপাশি প্রতিবাদের অংশ হিসেবে আকাশে উড়ছে কালো বেলুন। জ্বলছে মোবাইলের ফ্ল্যাশ। ছবি: ব্রতীন কুণ্ডু।
দ্রোহের কার্নিভাল ঘিরে কার্যত জনজোয়ার। হাই কোর্ট থেকে ফেরার পথে শামিল হন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যও। ছবি: ব্রতীন কুণ্ডু।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.