Advertisement
Advertisement
RG Kar

‘দ্রোহের কার্নিভালে’ কলকাতায় জনজোয়ার, হাতে হাত রেখে ব্যারিকেড গড়লেন জুনিয়র ডাক্তাররা

চার দিক থেকে আসা মানব বন্ধন মিলবে ডোরিনা ক্রসিংয়ে।

একদিকে চলছে পুজো কার্নিভাল, অন্যদিকে দ্রোহের কার্নিভাল। অভয়ার সুবিচারের দাবিতে চিকিৎসকদের পাশাপাশি রাস্তায় আমজনতা। ছবি: ব্রতীন কুণ্ডু।

হাতে হাত রেখে ব্যারিকেড গড়লেন জুনিয়র ডাক্তাররা। জানা গিয়েছে, চার দিক থেকে আসা মানব বন্ধন মিলবে ডোরিনা ক্রসিংয়ে। ছবি: ব্রতীন কুণ্ডু।

দ্রোহের কার্নিভালের জন্য ৯ টি জায়গাকে বেছেছিল চিকিৎসকদের সংগঠন। হাতে ব্যানার, পোস্টার নিয়ে সেই সমস্ত পয়েন্টে জমায়েত করেছেন শ'য়ে শ'য়ে মানুষ। ছবি: ব্রতীন কুণ্ডু।

ঢাকের তালে তালে চলছে স্লোগান। সকলের একটাই স্বর, জাস্টিস ফর আর জি কর। ছবি: ব্রতীন কুণ্ডু।

আট থেকে আশি সকলেই শামিল হয়েছে প্রতিবাদে। প্রত্যেকের একটাই কথা, সুবিচার না মেলা পর্যন্ত লড়াই চলবে। ছবি: ব্রতীন কুণ্ডু।

অকেজো হাত-পা। তা সত্ত্বেও দ্রোহের কার্নিভালে শামিল হয়েছেন কলকাতার ইকবালপুরের বাসিন্দা শাহেনশা। ছবি: ব্রতীন কুণ্ডু।

এ যেন এক অন্য ধর্মতলা। ঢাক, স্লোগানিং এর পাশাপাশি প্রতিবাদের অংশ হিসেবে আকাশে উড়ছে কালো বেলুন। জ্বলছে মোবাইলের ফ্ল্যাশ। ছবি: ব্রতীন কুণ্ডু।

দ্রোহের কার্নিভাল ঘিরে কার্যত জনজোয়ার। হাই কোর্ট থেকে ফেরার পথে শামিল হন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যও। ছবি: ব্রতীন কুণ্ডু।