Advertisement
Advertisement

রেড রোডে ট্যাবলোয় ‘একতাই সম্প্রীতি’, সাধারণতন্ত্র দিবসে শুভেচ্ছা বিনিময় মমতা ও রাজ্যপালের

'কন্যাশ্রী', 'স্বাস্থ্যসাথী'র মতো সরকারি প্রকল্পের উপভোক্তারাও কুচকাওয়াজে অংশ নেন।

কলকাতার রেড রোডে প্যারেডের মাধ্যমে সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

তথ্য ও সংস্কৃতি দপ্তরের তরফে 'একতাই সম্প্রীতি'র ট্যাবলো দেখা গেল রেড রোডে।

ট্যাবলোর ছবিতে দক্ষিণশ্বরের মন্দির, নাখোদা মসজিদ ও গির্জার ছবি। ট্যাবলোর নিচে লেখা 'একতা বৃক্ষ'।

রেড রোডে রাজ্য সরকারের আরও অনেক প্রকল্পের ট্যাবলো ছিল।

'পথশ্রী', 'লক্ষ্মীর ভাণ্ডারে'র মতো জনমুখী প্রকল্পের ট্যাবলোও ছিল প্যারেডে।

'কন্যাশ্রী', 'স্বাস্থ্যসাথী'র মতো সরকারি প্রকল্পের উপভোক্তারাও কুচকাওয়াজে অংশ নেন।

রেড রোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী।

রাজ্যপাল সি ভি আনন্দ বোস জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করেন।