Advertisement
Advertisement

Breaking News

Rekha

সত্তরেও ‘ষোড়শী’ রেখা, ‘উমরাও জানে’র রূপের আগুনে সম্মোহিত বলিউড

প্রথাভাঙা ফটোশুটে বলিউডের বর্তমান প্রজন্মের নায়িকাদেরও 'দশ গোল' দেবেন রেখা।

বয়স সত্তর… তবে জৌলুস এতটুকু কমেনি। তিনি এভারগ্রিন রেখা। বলিউডের চিরতরুণী নায়িকা। এবার নয়া ফটোশুটে আবারও অনুরাগীদের সম্মোহিত করলেন এভারগ্রিন রূপকুমারী।

টাইমলেস রেখা। সেই মোহময়ী, যৌনতা আর আভিজাত্যের মিশেলে যিনি তৈরি করতে পারেন অপূর্ব মাদকতা। সেলিব্রিটি ফটোগ্রাফার ডাব্বু রতনানির হাত ধরে রেখা এবার 'রাজনর্তকী' বেশে।

পরনে গোলাপি আনারকলি। পোশাকজুড়ে সোনালি জড়ির অপূর্ব কারুকার্য। বিনুনিতে জড়ানো রত্নখচিত টাসেল। সঙ্গে মানানসই অলঙ্কারে ভূষিত রেখা। পায়ে আলতা। হাত ভর্তি চুড়ি। আহা!

রেখার নতুন ফটোশুট দেখে বলিপাড়া তো বটেই, এমনকী নেটপাড়াজুড়ে ঝড়! সত্তর ছুঁয়েও যে এমন রূপযৌবন ধরে রাখা যায়, নতুন করে সেই উদাহরণ তৈরি করলেন রেখা।

হিন্দি সিনেমার দুনিয়ায় রেখা যেন প্রথাভাঙা সাহসের সেলিব্রেশন। তাই তো কখনও ৬৮ বছর বয়সে ভোগ ম্যাগাজিনের কভারগার্ল হিসেবে তাক লাগান, আবার কখনও বা বলিউডের হাইপ্রোফাইল অনুষ্ঠানে সাজপোশাকে বর্তমান প্রজন্মের নায়িকাদেরও দশ গোল দেন।

তাই তো, ‘উৎসব’ বা ‘উমরাও জান’-এর বহু বছর পরও তিনি যখন ‘খিলাড়িয়োঁ কা খিলাড়ি’তে অক্ষয় কুমারের নায়িকা, এতটুকুও বেমানান লাগেনি। রেখার নতুন ফটোশুট দেখে এবার অনুরাগীরা গাইছেন, 'ইন আখোঁ কি মস্তি কে মস্তানে হাজারোঁ হ্যায়...।' (ছবি: ইনস্টাগ্রাম)

News Hub