Advertisement
Advertisement

Breaking News

Ravichandran Ashwin

২২ গজে রেকর্ডের ‘রাজা’ অশ্বিন, ছবিতে রইল বর্ণোজ্জ্বল কেরিয়ারের খুঁটিনাটি

দীর্ঘ ১৪ বছরের কেরিয়ার শেষে আবেগঘন স্পিনার জানালেন, ক্রিকেটের জন্যই জীবনে সব পেয়েছেন।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন রবিচন্দ্রন অশ্বিন। ১৪ বছরের বর্ণোজ্জ্বল কেরিয়ারের সমাপ্তি হল বর্ডার গাভাসকর ট্রফির মাঝেই।

রোহিত শর্মাকে পাশে নিয়ে অশ্বিন জানালেন, "আজ থেকে জাতীয় দলের হয়ে আর খেলব না। এখনও আমার মধ্য়ে ক্রিকেট বাকি আছে। সকলকে ধন্যবাদ। এই খেলাই আমায় সব দিয়েছে।"

অশ্বিনের অভিষেক হয় ২০১০ সালের ৫ জুন। তারপর দেশের হয়ে খেলেছেন ১০৬টি টেস্ট, ১১৬টি ওয়ানডে ও ৬৫টি ওয়ানডে। টেস্টে তাঁর উইকেটসংখ্যা ৫৩৭। অন্যদিকে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে তাঁর উইকেট যথাক্রমে ১১৬ ও ৬৫।

ভারতের ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি। ২০১৩-র চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের শেষ ওভারের নায়কও ছিলেন অশ্বিন। এছাড়া ২০১০ ও ২০১৬ সালে এশিয়া কাপও দেশের হয়ে জিতেছেন অশ্বিন।

অশ্বিনের পুরস্কারের ঝুলি যথেষ্ট সমৃদ্ধ। পলি উমরিগড় পুরস্কার জিতেছিলেন ২০১২-১৩ সালে। ২০১৫ সালে পান অর্জুন পুরস্কার। এছাড়া ২০১৬ সালে আইসিসি বর্ষসেরা ক্রিকেটার ও আইসিসি বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হয়েছিলেন অশ্বিন।

একাধিকবার আইসিসি বর্ষসেরা টেস্ট দলের সদস্য থেকেছেন। ২০১১-২০২০ সালের আইসিসি দশকসেরা টেস্ট দলের সদস্যও অশ্বিন। ব্যাট হাতেও দুরন্ত পারফর্ম আছে অশ্বিনের। ৬টি টেস্ট সেঞ্চুরি আছে। টেস্টে তাঁর রান ৩৫০৩।

দীর্ঘ কেরিয়ারে অসংখ্য নজির গড়েছেন অশ্বিন। টেস্টে দ্রুততম হিসেবে ২৫০, ৩০০ ও ৩৫০ উইকেটের রেকর্ড তাঁর ঝুলিতে। টেস্টে ১১বার প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছেন। যা সর্বোচ্চ। এক মরশুমে ৮২টা উইকেট শিকারের রেকর্ডও তাঁর নামে।

টেস্টে ৩০০০ রান ও ৫০০ উইকেট পাওয়া তিনি তৃতীয় ক্রিকেটার। টেস্টে দ্রুততম ভারতীয় হিসেবে ১০০, ২০০, ৩০০, ৪০০ ও ৫০০ উইকেটের রেকর্ডও আছে অশ্বিনের নামে। তিনি টেস্টে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী। এছাড়া চারবার একই টেস্টে সেঞ্চুরি ও পাঁচ উইকেট পাওয়া একমাত্র ভারতীয় তিনি।