Advertisement
Advertisement

Breaking News

Rath Yatra 2024

সংসদীয় এলাকায় রথ টানলেন রচনা-সায়নী, মনামীর পাতে খিচুড়ি ভোগ, ঘরোয়া আয়োজন রাজশ্রীর

আমজনতার মতো সেলেবরাও রথযাত্রা উৎসবে মেতেছেন। দেখুন অ্যালবাম।

আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি অনুযায়ী আজ রবিবার গোটা দেশে পালিত হচ্ছে রথযাত্রা। আমজনতার মতো সেলেবরাও রথযাত্রা উৎসবে মেতেছেন। ইসকন মন্দিরের রথের অনুষ্ঠানে অংশ নিলেন সদস্যা রুক্মিণী মৈত্র। গলায় জুঁইয়ের মালা, মুখে ‘কৃষ্ণনাম’! রথের দড়ি টেনে শুধু নিজের জন্যই নয়, সকলের মঙ্গলকামনা করলেন রুক্মিণী।

প্রতিবার ধুমধাম করে আরবানার বাড়িতে জগন্নাথ পুজো করেন রাজ-শুভশ্রী। তবে এবার ঘরোয়াভাবেই রথের আয়োজন সেরেছেন টলিউডের তারকাদম্পতি।

তারকা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল গুপ্তিপাড়ার রথে। সেখানে নিজের সংসদীয় কেন্দ্রের মানুষদের সঙ্গে উৎসবের আমেজে মেতে উঠলেন অভিনেত্রী।

নবদম্পতি কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ গিয়েছিলেন থাইল্যান্ডে মধুচন্দ্রিমায়। সেখান থেকে ফিরেই বাড়িতে জগন্নাথ আরাধনার আয়োজন করে ফেললেন। রথ সাজিয়ে সেই ছবিও শেয়ার করেছেন কাঞ্চন-শ্রীময়ী।

রথ মানেই বৃষ্টি। আর বৃষ্টির দিনে খিচুড়ি মাস্ট! মনামী ঘোষের পাতে দেখা গেল জগন্নাথদেবের ভোগ। খিচুড়ির সঙ্গে রকমারি ভাজা, মিষ্টি।

যাদবপুরের তারকা সাংসদ সায়নী ঘোষকেও দেখা গেল সংসদীয় এলাকায় রথ নিয়ে বেরতে। শুধু তাই নয়, কাসর বাজিয়ে সকলের সঙ্গে উৎসবের আমেজে মেতে উঠেছেন তিনি। পরনে সাদামাটা সালোয়ার। লাল ওড়না। (ছবি- ইনস্টাগ্রাম)