বছর দুয়েক আগেই আলিয়া ভাটকে বিয়ে করেছেন। মিষ্টি মেয়ে রাহার বাবা হয়েছে। আবারও বরবেশে দেখা গেল রণবীর কাপুরকে।
রণবীরের এই বিয়ের সাজ একেবারেই র্যাম্পের জন্য। তশভা ফ্যাশন উইকে ডিজাইনার তরুণ তাহিলানির পোশাকে হাঁটেন বলিউডের 'অ্যানিম্যাল'।
সিল্ক আইভরির শেরওয়ানি ছিল রণবীরের পরনে। সেই সঙ্গে ম্যাচিং চুড়িদার। তারকার মাথায় ছিল পাগড়ি। 'বারাত' থিমের শোয়ে তাঁকে নাচতেও দেখা যায়।
এদিকে ল্যাকমে ফ্যাশন উইকে (X FDCI) রাজকীয়ভাবে কামব্যাক করলেন প্রখ্যাত ডিজাইনার রোহিত বাল। তাঁর পোশাকেই র্যাম্পে নজর কাড়লেন অনন্যা পাণ্ডে।
ল্যাকমের ব্র্যান্ড অ্যাম্বাসাডর অনন্যা। এদিন অভিনেত্রীর পরনে ছিল রোহিতের ডিজাইন করা ফ্লোরাল লেহেঙ্গা। যাতে রয়েছে সোনালি বর্ডার এবং গোলাপ ফুল। ছবি: ইনস্টাগ্রাম।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.