বিয়ের ১১ বছর পর সন্তান সুখ পেলেন 'RRR' তারকা রামচরণ। কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী উপাসনা।
মেয়েকে নিয়ে এই প্রথমবার পাপারাজ্জির সামনে এলেন তারকা ও তাঁর স্ত্রী। হাসিমুখেই ক্যামেরার সামনে পোজ দেন দু'জন।
কার মতো দেখতে সদ্যোজাত? প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে রামচরণ বলেন, "আমার মেয়ে আমার মতো দেখতে।"
প্রসঙ্গত, বেশ কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে বাবা হওয়ার কথা ঘোষণা করেছিলেন রামচরণ।
জানিয়ে ছিলেন, বিয়ের ১১ বছর পর সন্তানের প্ল্যানটা একেবারেই তাঁদের দু’জনের সিদ্ধান্ত।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.