Advertisement
Advertisement

Breaking News

Rajkummar Rao Weddiing

রিসেপশনে দীপিকাকে নকল! বিয়ের সাজে কেমন লাগল পত্রলেখা ও রাজকুমারকে? দেখুন ছবি

দীপিকা-রণবীরের মতো পত্রলেখা ও রাজকুমার রাওয়ের বিয়ের পোশাক তৈরি করেছেন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায় ।

১১ বছর লিভ ইন সম্পর্কে থাকার পর অবশেষে সোমবার চণ্ডীগরে বিয়ে করলেন রাজকুমার রাও ও পত্রলেখা। বিয়ের পোশাকে বাংলায় রাজকুমারকে প্রেম নিবেদন করে অনুরাগীদের মন জয় করে ফেললেন পত্রলেখা। তবে পত্রলেখার রিসেপশনের সাজ নিয়ে শুরু হল গুঞ্জন। নিন্দুকরা বলছেন, পত্রলেখা নাকি দীপিকা পাড়ুকোনকে নকল করেই রিসেপশনে সেজেছেন। রাজকুমার রাওয়ের রিসেপশনে হাজির ছিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল। ছবি সৌজন্যে- ইনস্টাগ্রাম

জনপ্রিয় ডিজাইনার সব্যসাচীর ডিজাইন করা পোশাকেই সেজে উঠেছিলেন রাজকুমার ও পত্রলেখা। জানা গিয়েছে, পত্রলেখার অনুরোধেই নাকি বিয়ের লাল শাড়িতে ছিল বাংলার ছোঁয়া। এমনকী, পত্রলেখার কথাতেই সব্যসাচী ওড়নায় লিখেছিলেন ‘আমার পরান ভরা ভালবাসা তোমায় সমর্পণ করিলাম৷’ ছবি সৌজন্যে- ইনস্টাগ্রাম

বিয়ের পর রাজকুমার রাও পত্রলেখাকে একটি দারুণ উপহার দিয়েছেন। যা একেবারেই অন্যরকমের। কোনও কোটি টাকার হিরের আংটি নয়। বরং নিজের কাছে জমিয়ে রাখা বেশ কয়েকটি প্রেমপত্রই নাকি উপহার হিসেবে পত্রলেখাকে দিয়েছেন রাজকুমার। ছবি সৌজন্যে- ইনস্টাগ্রাম

পত্রলেখা এক সাক্ষাৎকারে জানিয়ে ছিলেন ‘লাভ সেক্স ধোকা’ ছবি দেখার পরই ভাল লেগেছিল রাজকুমারকে। তারপর আলাপ, বন্ধুত্ব এবং প্রেম। বহু বছর ধরে লিভ ইন রিলেশনেও রয়েছেন রাজকুমার ও পত্রলেখা। তবে বিয়ে নিয়ে এতদিন কোনও প্ল্যান করছিলেন না এই জুটি। ছবি সৌজন্যে- ইনস্টাগ্রাম

রাজকুমার জানিয়েছিলেন, কেরিয়ারটা সামলে নিয়েই দু’ জনে বিয়েটা করতেন। বলিউডে এখন রাজকুমার নিজের জমি খুঁজে পেয়েছেন। তাই আর দেরি না করে বিয়েটা সেরে ফেললেন। পত্রলেখা ও রাজকুমারকে একসঙ্গে দেখা গিয়েছিল ‘সিটি লাইটস’ ছবিতে। ছবি সৌজন্যে- ইনস্টাগ্রাম