প্রেমের রাগ-অনুরাগের কথা বলে বুদ্ধদেব গুহর ‘বাবলি’। জনপ্রিয় এই উপন্যাসকেই সিনেমার পর্দায় তুলে ধরছেন রাজ চক্রবর্তী
জানুয়ারি মাসে ছবির ঘোষণা করেছিলেন পরিচালক। নববর্ষে প্রকাশ করেন টিজার। প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার।
শুভশ্রী-আবিরের পাশাপাশি ছবির অন্যতম মুখ্য চরিত্র সৌরসেনী মৈত্র।
বাবলিকে ডানাকাটা পরী হিসেবে নিজের উপন্যাসে তুলে ধরেননি বুদ্ধদেব গুহ। তার বদলে রক্তমাংসের একজন মানুষ হিসেবে দেখিয়েছেন। যার মধ্যে অভিমান আছে, ঈর্ষা আছে, আর আছে নিজেকে উজার করে দেওয়া ভালোবাসা। এই মেজাজই বজায় রেখেছেন শুভশ্রী। ছবিতে ঝুমার চরিত্রে অভিনয় করছেন সৌরসেনী।
শুভশ্রীর পাশাপাশি এ ছবির মাস্টারস্ট্রোক আবির চট্টোপাধ্যায়। ছবিটি মুক্তি পাবে ১৫ আগস্ট। ছবি: শুভজিৎ মুখোপাধ্যায়
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.