Advertisement
Advertisement

Breaking News

Yuvaan-Yaalini

মিষ্টি সাজে ইয়ালিনী-যুবানের প্রথম ভাইফোঁটা, শুভশ্রীর জন্মদিনের ভোজে এলাহি আয়োজন

চক্রবর্তী পরিবারের এই রবিবার সেলিব্রেশনের।

চক্রবর্তী পরিবারের এই রবিবার সেলিব্রেশনের। একদিকে ইয়ালিনী-যুবানের প্রথম ভাইফোঁটা। অন্যদিকে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। এলাহি আয়োজন করেছেন রাজ চক্রবর্তী।

গত বছরের ৩০ নভেম্বর ইয়ালিনীর জন্ম হয়। তার পর থেকে বোনের সারাক্ষণ খেয়াল রাখে যুবান। দাদার কোলে ইয়ালিনীও থাকে খোশমেজাজে।

ভাইফোঁটার সকালে সাদা টপ ও হলুদ স্কার্টে সাজানো হয়েছে ইয়ালিনীকে। যুবানের পরনে আকাশি নীল পাঞ্জাবি। ফোঁটার পাশাপাশি বড়দের আদরও পেয়েছে রাজ-পুত্র।

এদিন রাজ চক্রবর্তীরও ফোঁটা ছিল। পরিচালক-বিধায়ক নীল শার্ট-প্যান্টে বোনেদের সঙ্গে ক্যামেরার সামনে পোজ দেন।

এদিকে 'বার্থ ডে গার্ল' শুভশ্রী তখন ভূরিভোজে ব্যস্ত। অভিনেত্রীর পাতে ছিল অন্তত সাতরকমের ভাজা, বাসন্তী পোলাও, খাসির মাংস, পায়েস, সাবুদানার পাঁপড়।

২০১৮ সালের মার্চে শুভশ্রীর সঙ্গে বাগদান পর্ব সারেন রাজ। তার পর মে মাসে ধুমধাম করে হয় বিয়ে। তার পর যুবান-ইয়ালিনীর জন্ম। আগামীতে রাজের পরিচালনায় 'সন্তান' সিনেমায় আইনজীবী হিসেবে দেখা যাবে শুভশ্রীকে। ছবিতে অন্যান্য চরিত্রে রয়েছেন মিঠুন চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, অনসূয়া মজুমদার। ছবি: ইনস্টাগ্রাম।