Advertisement
Advertisement

Breaking News

Rahul Gandhi

‘আমি তোমাদেরই লোক’, মুর্শিদাবাদেও অভিনব জনসংযোগ রাহুল গান্ধীর, শ্রমিকদের সঙ্গে বাঁধলেন বিড়ি

বিড়ি শ্রমিকদের অভাব-অভিযোগ শুনলেন রাহুল।

বৃহস্পতিবার মুর্শিদাবাদে প্রবেশ করে কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রা। এদিন রাহুল গান্ধীর কর্মসূচিতে শামিল হন বাম নেতৃত্বরা।

মিছিল শেষে এদিন রাহুল গান্ধী পৌঁছে যান সুতির মধুপুরে। দেখা করেন বিড়ি শ্রমিকদের সঙ্গে।

বিড়ি শ্রমিকদের মাঝে গিয়ে শুনলেন তাঁদের অভাব-অভিযোগ। আশ্বাস দিলেন পাশে থাকার।

এখানেই শেষ নয়। শ্রমিকদের হাতে হাত মিলিয়ে বিড়িও বাঁধেন তিনি। প্রায় ২০ মিনিটের বার্তালাপ শেষে মধুপুর ছাড়েন তিনি। ছবি: শাহাজাদ হোসেন।

প্রসঙ্গত, এদিন সকালে মালদহ থেকে মিছিল পৌঁছয় মুর্শিদাবাদ। ফরাক্কা, সামশেরগঞ্জ, হয়ে সুতিতে পৌঁছয় মিছিল।