Advertisement
Advertisement
R G Kar Case

‘লৌহকপাটে’ থমকে গেল বামেদের লালবাজার অভিযান, সুবিচারের দাবিতে ফের পথে মোহন-ইস্ট সমর্থকরা

৯ তারিখ ৯ মিনিট, মানববন্ধনে বামেরা।

আর জি কর কাণ্ডে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ চেয়ে ফের লালবাজার অভিযান। এবার পথে বামেরা। নিজস্ব চিত্র।

মূল মিছিল বেটিঙ্ক স্টিটে আটকে দিলেও লালবাজারে পৌঁছে যায় সিপিএম নেতৃত্ব। গেট থেকেই ১৪ জন কর্মীকে গ্রেপ্তারর করে পুলিশ। নিজস্ব চিত্র।

বামেদের লালবাজার অভিযান আটকাতে পুলিশের ব্যারিকেড, গার্ডরেল। নিজস্ব চিত্র।

কফি হাউসেও মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ। নিজস্ব চিত্র।

'অভয়া'র সুবিচার চেয়ে এদিনও কাঁধে কাঁধ মেলায় দুই চির প্রতিপক্ষ। মোহনবাগান এবং ইস্টবেঙ্গল সমর্থকরা। ছিলেন মহামেডানের সমর্থকরাও। নিজস্ব চিত্র।

কলেজ স্কোয়ার থেকে ধর্মতলার সেই মিছিলে পা মেলান কল্যাণ চৌবেও। নিজস্ব চিত্র।

মিছিলে ছিলেন আইনের পড়ুয়ারাও। নিজস্ব চিত্র।

৯ তারিখ ৯ মিনিট, মানববন্ধনে বামেরা। প্রতিবাদে 'স্তব্ধ' শ্যামবাজার পাঁচমাথা মোড়। নিজস্ব চিত্র।

চিকিৎসকদের আন্দোলনের পাশে আছি। ফের রাজপথে সুর চড়ালেন মীনাক্ষী মুখোপাধ্যায়। নিজস্ব চিত্র।