অনুরাগীদের সুখবরটা আগেই দিয়েছিলেন। সেই মতোই উদয়পুরে রবিবাসরীয় সন্ধ্যায় জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাতপাকে বাঁধা পড়লেন পিভি সিন্ধু। বিয়ের ছবি এখনও পর্যন্ত সোশাল মাধ্যমে পোস্ট করেননি নবদম্পতি। তবে কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শিখাওয়াতের পোস্ট করা ছবির সৌজন্যে দেখা মিলল বর-কনের।
অফ হোয়াইট শাড়িতে সেজেছেন অলিম্পিক পদকজয়ী ব্যাডমিন্টন তারকা সিন্ধু। স্বামী ভেঙ্কট দত্ত সাইয়ের শেরওয়ানিও তসর রংয়ের। ফুলে ফুলে সাজানো বাড়িতে দক্ষিণী আচার মেনেই নতুন জীবন শুরু করলেন সিন্ধু ভেঙ্কট।
গত ৩ ডিসেম্বর সিন্ধু বিয়ের সুখবর দিয়েছিলেন। তার পরই ঘরোয়া অনুষ্ঠানে ভেঙ্কটের সঙ্গে বাগদান পর্ব সারেন তিনি। সেসব ছবিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এরপর নিজের বিয়েতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শচীন তেণ্ডুলকর-সহ বিশিষ্টদের বিয়েতে আমন্ত্রণ জানান পাত্র-পাত্রী। সেসব ছবিও প্রকাশ্যে এসেছিল।
পসিডেক্স টেকনোলজি নামে এক তথ্যপ্রযুক্তি সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর পদে কর্মরত সিন্ধুর স্বামী ভেঙ্কট। তিনি ডিপ্লোমা করেছেন ফাউন্ডেশন অফ লিবারাল অ্যান্ড ম্যানেজমেন্ট এডুকেশন থেকে। ২০১৮ সালে বিবিএ করেন ফ্লেম বিশ্ববিদ্যালয় থেকে। পরে বেঙ্গালুরুর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি থেকে এমবিএ করেন মেশিন লার্নিং এবং ডেটা সায়েন্স নিয়ে। স্নাতকোত্তরের পড়াশোনা শেষ করেই তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মজীবন শুরু করেন ভেঙ্কট।
কেরিয়ারের একেবারে শুরুর দিকে তিনি জেএসডব্লিউর ইন হাউস কনসালট্যান্ট হিসাবে ইন্টার্নশিপ করেছেন। আইপিএলে দিল্লি ক্যাপিটালস দলের মালিক জেএসডব্লিউ। ফলে মেগা টুর্নামেন্টের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।
যদিও ভেঙ্কটের সঙ্গে কীভাবে আলাপ সিন্ধুর। কীভাবে তাঁদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠল, সেসব কাহিনি এখনও অধরাই। অনুরাগীদের মনে একরাশ কৌতূহল রেখেই নতুন জীবনে পা রাখলেন সিন্ধু।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.