বেলুড় রামকৃষ্ণ মঠ ও মিশনে কিন্তু জন্মাষ্টমীর দিন থেকেই দুর্গোৎসবের সূচনা হয়ে যায়। রীতি মেনে ওই দিনই কাঠামো ও খুঁটি পুজো হয়। এবছরও তার ব্যতিক্রম হল না।
সোমবার ২৬ আগস্ট বেলুড়ে একইভাবে সূচনা হল শারদোৎসবের। ছিলেন প্রেসিডেন্ট গৌতমানন্দজি মহারাজ। বিপুল ভক্ত সমাগমে সরগরম বেলুড় মঠ ও মিশন।
বেলুড় মঠে দুর্গাপুজোর বিশেষ খ্যাতি ও জনপ্রিয়তা রয়েছে। পুজোর চারটি দিন এখানে মহাধূমধামে মায়ের পুজো হয়। তা দেখতে ভিড় জমান বহু ভক্ত।
বছর চারেক আগে মহামারী কোভিডের কারণে জনসমাগম নিষিদ্ধ হয়। সেবছর থেকে বেলুড়ের পুজোর লাইভ স্ট্রিমিং শুরু হয় তাদের নিজস্ব ওয়েবসাইটে। আজও সশরীরে না যেতে পারলে সেই লাইভ স্ট্রিমিংয়ে বেলুড়ের দুর্গাপুজো দেখার সুযোগ পান সকলে।
তিথি মেনে জন্মাষ্টমীর দিন বেলুড়ে প্রথমে দেবীর কাঠামো পুজো হয়। তার পর সেই ফুল এনে খুঁটিপুজো করা হয়। এর পর কাঠামোয় মাটির প্রলেপ পড়ে, মৃন্ময়ী থেকে চিন্ময়ী রূপের প্রকাশ ঘটে।
রামকৃষ্ণ মিশনের (RKM) সদর দপ্তর সূত্রে জানা গিয়েছে, যেদিন থেকে এখানে দুর্গাপুজো শুরু হয়েছে, সেদিন থেকেই ঠিক এই নিয়ম মেনে জন্মাষ্টমীর দিন কাঠামো পুজো হয়। কাঠামোটি এখানে স্থায়ী।
প্রতি বছর দশমীতে দেবী বিসর্জনের পর কাঠামো তুলে এনে ফের রাখা হয়। তাতেই বছর বছর মাটি লেপা হয়। বেলুড়ে হল দেবী দুর্গার কাঠামো ও খুঁটি পুজো।
স্বামী বিবেকানন্দের হাত ধরে, ১৯০১ সালে প্রথম দুর্গাপুজো হয় মঠ প্রাঙ্গণে।
মূল মন্দিরে শ্রী রামকৃষ্ণ দেবের মূর্তির ডান দিকে হয় এই কাঠামো পুজো। চণ্ডীপাঠ পূজার্চনার মধ্যে দিয়েই সেখানে পুজো হয়।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.