উত্তরবঙ্গে লাগাতার বর্ষণ চলছে। বৃষ্টির জেরে জলমগ্ন জলপাইগুড়ি-কোচবিহার। একাধিক এলাকা জলের তলায়। চরম ভোগান্তির বাসিন্দাদের। ঘরে জল ঢুকে যাওয়ায় বাড়ি ছাড়ার উপক্রম বাসিন্দাদের
শহরের নিকাশি ব্যবস্থা নিয়ে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয়রা। তাঁদের দাবি, প্রতিবছর এই সমস্যার মুখোমুখি হচ্ছেন। পাশাপাশি তিস্তা ও জলঢাকা নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় লাল সতর্কতা জারি করেছে সেচদপ্তর। যা নিয়ে চিন্তায় রয়েছেন বাসিন্দারা।
গত চব্বিশ ঘণ্টায় জলপাইগুড়িতে ১৫৪ মিলিলিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। মহামায়া পাড়া, পান্ডাপাড়া, স্টেশন রোড-সহ একাধিক এলাকায় জল দাঁড়িয়ে গিয়েছে। প্রায় হাঁটু সমান জলে বাজার ও প্রতিদিনের কাজ সারতে হচ্ছে বলে অভিযোগ বাসিন্দাদের। এদিকে, করলা নদীর জলস্তর বেড়ে যাওয়ায় জল ঢুকেছে নদী তীরবর্তী পরেশ মিত্র কলোনি, নিচ মাঠ এলাকায়। তাতে ফের ঘর ছাড়ার উপক্রম বাসিন্দাদের।
স্থানীয়দের অভিযোগ, প্রতিবছর নিয়ম মেনে বর্ষা আসে, তেমন ভাবে তাঁরাও জল যন্ত্রণার শিকার হন। বার বার স্থানীয় কাউন্সিলর থেকে পুরসভাকে সমস্যার কথা জানানো হলেও তা সমাধান করা হয়নি।
নদীর জল ঢুকে গিয়েছে এলাকায়। আরও বৃষ্টি হলে বিপদ বাড়তে পারে আশঙ্কা বাসিন্দাদের।
পোস্ট অফিস চত্বরে জমে গিয়েছে জল। জল ঠেলে প্রয়োজনীয় কাজ করতে যাচ্ছেন গ্রাহকরা।
প্রবল বর্ষণে ভেঙে পড়েছে গাছ। যার জেরে বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বাড়িও।
ফালাকাটায় অতি বৃষ্টিতে রাস্তায় ধস নেমেছে। বিছিন্ন যোগাযোগ ব্যবস্থা। আগামী সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.