Advertisement
Advertisement
RG Kar Medical College & Hospital

মিছিল-পথনাটিকা, কোথাও রং-তুলিতে প্রতিবাদ, আর জি কর কাণ্ডে ফুঁসছে শহর

পথে নেমে 'উই ওয়ান্ট জাস্টিস' বলছে কচিকাঁচারাও।

১০

আর জি কর কাণ্ডের পর কেটে গিয়েছে তিন সপ্তাহেরও বেশি সময়। এখনও হাজারও প্রশ্নের ভিড়। সুবিচারের দাবিতে ফুঁসছে মহানগরী।

১০

কোথাও মিছিল। আবার কোথাও হয় পথনাটিকা। আবার কারও প্রতিবাদের ভাষা ফুটে উঠেছে রং-তুলিতে।

১০

পথে নেমে 'উই ওয়ান্ট জাস্টিস' বলছে কচিকাঁচারাও।

১০

'তমসো মা জ্যোতির্গময়' প্ল্যাকার্ড হাতে 'আমরা তিলোত্তমা'র মিছিল। তাতে শামিল টলিপাড়ার একাংশ। মিছিলে পা মেলান রূপান্তরকামীরাও।

১০

কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলে অংশ নিয়ে অপর্ণা থেকে স্বস্তিকা সকলেই প্রশাসনের বিরুদ্ধে সুর চড়ান।

১০

রং-তুলিই যখন প্রতিবাদের ভাষা। পথে নেমে সুবিচারের দাবিতে সরব শিল্পীরা।

১০

তরুণী চিকিৎসক হত্যাকাণ্ডের বিচার চেয়ে রানুছায়া মঞ্চে পথনাটিকার আয়োজন করা হয়।

১০

ওই মঞ্চ থেকে আর জি কর কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শনও করা হয়।

১০

রবিবাসরীয় কলকাতায় দক্ষিণ কলকাতার একাধিক স্কুলের প্রাক্তনীরা মিছিল বের করেন। রামকৃষ্ণ মিশনের প্রাক্তনীরাও মিছিল করেন।

১০ ১০

আর জি কর কর কাণ্ডের প্রতিবাদে চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে গোলপার্ক থেকে মিছিল মহিলা তৃণমূলের।