আর জি করে তরুণী চিকিৎসকের যৌন হেনস্তা-খুনের প্রতিবাদে শুক্রবার পথে নামেন রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ও পড়ুয়ারা। এঁদের সঙ্গেই যোগ দেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
সাদা শার্টের উপরে কালো ব্যাজ পরে প্রতিবাদ মিছিলে যোগ দেন প্রসেনজিৎ। শুধু তিনি নন টোটা রায়চৌধুরী, অরিন্দম শীল, বিক্রম ঘোষরাও ছিলেন এদিনের মিছিলে।
আর জি করের ঘটনায় তোলপাড় গোটা দেশ। প্রতিবাদে ফুঁসছে সবমহল। 'উই ওয়ান্ট জাস্টিস' প্ল্যাকার্ড নিয়ে পথে নামে সেন্ট জেভিয়ার্সের প্রাক্তন পড়ুয়ারাও।
মিছিলের পাশাপাশি মোমবাতি জ্বালিয়েও জানানো হয় প্রতিবাদ। বালির উপরে গেঁথে দেওয়া হয় প্রতিবাদের জ্বলন্ত শিখা।
কলেজ স্ট্রিটে প্রতিবাদ মিছিল প্রেসিডেন্সির প্রাক্তনীদের। পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিও নাকি তুলেছেন পড়ুয়ারা। ছবি নিজস্ব ও সংগৃহীত।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.