পরনে ওয়াইন-বেইজ রঙের অফ শোল্ডার গাউন। খোলা পিঠ থেকে উঁকি দিচ্ছে A লেখা ট্যাটু।
আর টলিউড অভিনেত্রীর এমন ছবি দেখেই সরগরম নেটপাড়া। পুরুষভক্তরা কুপোকাত বললেও অত্যুক্তি হয় না।
সম্প্রতি নতুন ছবির ঘোষণা করেছেন প্রিয়াঙ্কা সরকার। ‘আবার বিবাহ অভিযান’-এর পর আবার অঙ্কুশের সঙ্গে স্ক্রিনস্পেস শেয়ার করবেন তিনি।
তথ্যচিত্র পরিচালক শৈবাল মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘কুরবান’-এ হাসান এবং হিজলের চরিত্রে দেখা যাবে অঙ্কুশ-প্রিয়াঙ্কাকে।
প্রিয়াঙ্কা খুব উচ্ছ্বসিত এই ছবি নিয়ে। তিনি জানালেন, ‘আমি যখন স্ক্রিপ্টটা শুনি, গোটা লেখায় একটা সেনসিটিভ টাচ ছিল, যেটা আমার মন ছুঁয়ে যায়।"
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.