বয়সের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে প্রিয়াঙ্কা চোপড়ার সৌন্দর্য। এবার নৈশভোজের আসরে অভিনেত্রী যেন ক্যামেরার সামনে ধরা দিলেন 'জংলি বিল্লি' মুডে।
শাহরুখ খানের সঙ্গে 'ডন' সিনেমায় অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা। সেই থেকেই এই 'জংলি বিল্লি' খেতাব তাঁর সঙ্গী। স্ত্রীর নয়া লুকে মুগ্ধ নিক জোনাস। দিয়েছেন ভালোবাসার ইমোজি।
প্রিয়াঙ্কার এই সাজ আসলে নিউ ইয়র্কের অ্যানুয়াল কেয়ারিং ফর উইমেন ডিনারের জন্য। সেখানে কিম কার্দাশিয়ান, জেসিকা চেস্টেইনের মতো হলিউডের নায়িকারাও উপস্থিত ছিলেন।
এবারের নৈশভোজের মূল আয়োজক ছিলেন সালমা হায়েক। প্রিয়াঙ্কা কো-হোস্টের দায়িত্ব পালন করেন। হলিউডের বন্ধুদের সঙ্গে বেশ খোশমেজাজে সময় কাটিয়েছেন 'দেশি গার্ল'।
আড্ডার ফাঁকেই অস্কারজয়ী অভিনেত্রী জুলিঅ্যান মুর এবং 'বার্ডম্যান' খ্যাত নাওমি ওয়াটসের সঙ্গে পোজ দিয়েছেন প্রিয়াঙ্কা। তিন সুন্দরীকে এক ফ্রেমে দেখে মুগ্ধ অনুরাগীরা।
বলিউড ছেড়ে এখন হলিউডেই মন দিয়েছেন প্রিয়াঙ্কা। আগামীতে অভিনেত্রীকে দেখা যাবে ফ্র্যাঙ্ক ফ্লাওয়ার পরিচালিত 'দ্য ব্লাফ' সিনেমায়। আগস্ট মাসেই শেষ হয়েছে ছবির শুটিং। ছবি: ইনস্টাগ্রাম।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.