নতুন বছরের শুরুতেই ছুটির আনন্দে গা ভাসিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। সমুদ্রের নোনা জলে কটা দিন দিব্যি কেটেছে তারকা দম্পতির। মেয়ে মালতী বাবা-মায়ের সঙ্গেই ছিল।
তারকাদের ‘ঘুণ ধরা’ দাম্পত্যের ভিড়ে বিরল প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। বিয়ের এত বছর পরও প্রেমে হাবুডুবু খাচ্ছেন তারকা দম্পতি।
কাজের ফাঁকে ক্ষণিকের অবসর পেলেই বেড়াতে বেরিয়ে পড়েন তারকা দম্পতি। যুক্তরাজ্য-শাসিত টার্কস্ ও কেইকোস দ্বীপপুঞ্জে।
মার্কিন পপ তারকা নিক জোনাসের সঙ্গে বলিউডের 'দেশি গার্ল' প্রিয়াঙ্কার প্রেমের সূত্রপাত মেট গালার রেড কার্পেটে। ২০১৮ সালের জুলাই মাসে প্রিয়াঙ্কাকে প্রপোজ করেন নিক।
২০১৮ সালের ডিসেম্বর মাসে হিন্দু ও খ্রিস্টান মতে বিয়ে করেন প্রিয়াঙ্কা-নিক। রাজকীয় বিয়ে এই আসর সেজে ওঠে রাজস্থানের উমেইদ ভবন প্রাসাদে।
নতুন বছরে প্রিয়াঙ্কার লক্ষ প্রাচুর্য। ছবির ক্যাপশনে সেকথা জানিয়ে অভিনেত্রী লিখেছেন, 'আনন্দে, সুখে এবং শান্তিতে, এই নতুন বছরে আমরা সবাই প্রাচুর্য খুঁজে পেতে পারি।' ছবি: ইনস্টাগ্রাম।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.