Advertisement
Advertisement

Breaking News

Priyanka Chopra-Nick Jonas

প্রিয়াঙ্কা-নিকের আদুরে ‘সানবাথ’, সমুদ্রের মাঝে অবসরের আলসেমি

কোথায় ছুটি কাটাচ্ছেন তারকা দম্পতি?

তারকাদের ‘ঘুণ ধরা’ দাম্পত্যের ভিড়ে বিরল প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। বিয়ের এত বছর পরও প্রেমে হাবুডুবু খাচ্ছেন তারকা দম্পতি।

কাজের ফাঁকে ক্ষণিকের অবসর পেয়েই ফ্রান্সে পাড়ি দিয়েছেন প্রিয়াঙ্কা ও নিক। সঙ্গে ছোট্ট মালতীও রয়েছে। সমুদ্রের মাঝে দিব্যি সময় কাটছে তিন জনের।

মার্কিন পপ তারকা নিক জোনাস। মেট গালার রেড কার্পেটে বলিউডের 'দেশি গার্ল' প্রিয়াঙ্কা চোপড়ার প্রেমে পড়েন। ২০১৮ সালের জুলাই মাসে প্রিয়াঙ্কাকে প্রপোজ করেন নিক।

২০১৮ সালের ডিসেম্বর মাসেই রাজকীয় বিয়ে আসর সেজে ওঠে রাজস্থানের উমেইদ ভবন প্রাসাদে। হিন্দু ও খ্রিস্টান মতে বিয়ে করেন প্রিয়াঙ্কা-নিক।

২০২২ সালের জানুয়ারি মাসে সারোগেসির মাধ্যমে কন্যাসন্তান লাভ করেন নিক-প্রিয়াঙ্কা। মেয়ে মালতীকে সামলেই হলিউডে কাজ করে চলেছেন প্রিয়াঙ্কা।

আগামীতে প্রিয়াঙ্কাকে দেখা যাবে ফ্র্যাঙ্ক ফ্লাওয়ার পরিচালিত 'দ্য ব্লাফ' সিনেমায়। আগস্ট মাসেই শেষ হয়েছে ছবির শুটিং। তার পরই নিক ও মালতীর সঙ্গে অবসরের আলসেমিতে মেতেছেন অভিনেত্রী। ছবি: ইনস্টাগ্রাম।