তৃতীয়বার প্রধানমন্ত্রীর আসনে বসেই ইটালি সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইটালির প্রধানমন্ত্রীর জর্জিয়া মেলোনির আমন্ত্রণে বিশেষ অতিথি হিসাবে ৫০তম জি-৭ সামিটে যোগ দিয়েছেন নমো।
বৃহস্পতিবার সেদেশের এগজানিয়া শহরে পা রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানায় ইটালির প্রশাসনিক আধিকারিকরা।
জি-৭ সামিটের মঞ্চে ইটালির প্রধানমন্ত্রীর জর্জিয়া মেলোনির সঙ্গে কুশল বিনিময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সূত্রের খবর, প্রধানমন্ত্রীর তৃতীয় জয়ে তাঁকে অভিনন্দন জানান মেলোনি।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাতে তাঁকে আলিঙ্গন করেন মোদি। আলাদা করে বৈঠকও হয় তাঁর সঙ্গে।
ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গেও আলিঙ্গনের ছবি ভাইরাল সোশাল মিডিয়ায়। ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনকের সঙ্গে খোশ মেজাজে গল্প করতে দেখা যায় মোদিকে।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাৎ মোদির। দেখা করেন পোপ ফ্রান্সিসের সঙ্গেও।
এছাড়াও রাষ্ট্রসংঘের প্রধান অ্যান্তানিও গুতারেস, বিশ্বব্যাঙ্কের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা-সহ একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের সঙ্গে সাক্ষাৎ দেশের প্রধানমন্ত্রীর।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.