Advertisement
Advertisement

Breaking News

Rishabh Pant

দামে ২৭ কোটি, ব্যাটে রানের খরা, রানপিছু কত টাকা কামাচ্ছেন পন্থ?

এত খারাপ আইপিএল মরশুম এর আগে কখনও কাটেনি ঋষভ পন্থের।

এত খারাপ আইপিএল মরশুম এর আগে কখনও কাটেনি ঋষভ পন্থের। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি টাকা দিয়ে কেনা ক্রিকেটার তিনিই। অথচ পন্থের পারফরম্যান্সে তার ছাপ পড়েনি।

দিল্লি ক্যাপিটালস থেকে ২৭ কোটি টাকায় তাঁকে কিনে নিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। যদিও প্রত্যাশা পূরণ করতে পারেননি এই উইকেটরক্ষক। ব্যর্থ হলেও প্রতি ৫ রান পিছু ১ কোটি টাকা পান লখনউ অধিনায়ক। অর্থাৎ, প্রতি রানপিছু ২০ লক্ষ টাকা কামাচ্ছেন তিনি।

২৭ কোটির পন্থ চলতি আইপিএলে ১২ ম্যাচে করেছেন মাত্র ১৩৫ রান। গড় ১২.২৭। একটিই মাত্র হাফসেঞ্চুরি করেছেন তিনি।

২০১৬ সালে আইপিএলের মঞ্চে পা রেখেছিলেন পন্থ। কিন্তু কখনও এতটা খারাপ অবস্থায় পড়তে হয়নি তাঁকে। গত মরশুমেও ১৩ ম্যাচে ৪৪৬ রান করেছিলেন। গড় ছিল ৪০.৫৫। কিন্তু ২০২৫-এ এসে যেন ব্যর্থতার গল্প লিখেছেন তিনি।

সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরে অষ্টাদশ আইপিএল থেকে ছিটকে গিয়েছে ঋষভ পন্থের লখনউ। তাঁদের দল কিন্তু খারাপ ছিল না। তবে, চোট আঘাত সমস্যা প্রথম থেকেই ভুগিয়েছে এলএসজি শিবিরকে। যদিও পন্থের পারফরম্যান্স কিন্তু তাঁর নেতৃত্বেও পড়েছে। এমনকী উইকেটের পিছনেও তাঁকে আহামরি দেখা যায়নি।

কেন পন্থ ব্যর্থ? অনেকেই বলছেন নেতৃত্বের চাপ নিতে পারেননি তিনি। অথচ দিল্লি ক্যাপিটালসকেও নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা ছিল তাঁর। যদিও বাস্তবে দেখা গিয়েছে, নতুন দলে এসে অতীতের ছায়ার সঙ্গে লড়াই করতে হয়েছে তাঁকে।

ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, নেতৃত্বের চাপের থেকেও তাঁর উপর ভারী পড়েছে ২৭ কোটির চাপ। একই সঙ্গে তাঁর উপর ছিল প্রত্যাশার পাহাড়প্রমাণ চাপ।

তাছাড়াও নতুন দল, নতুন পরিবেশের সঙ্গে তাঁর হয়তো মানিয়ে নিতে অসুবিধা হয়েছে। নাহলে এভাবে 'নিরীহ' থাকবে কেন তাঁর ব্যাট? সেই কারণে বিষয়টা অনেকটাই মানসিক হতে পারে।