Advertisement
Advertisement

Breaking News

President Draupadi Murmu

শ্রীরামকৃষ্ণ, স্বামীজির শরণে রাষ্ট্রপতি, বঙ্গ সফরের শেষ দিনে বেলুড় মঠ, শান্তিনিকেতনে দ্রৌপদী মুর্মু

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দেবেন রাষ্ট্রপতি।

২৮ মার্চ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবে যোগ দিতেই মূলত বঙ্গ সফরে আসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। মঙ্গলবার শান্তিনিকেতনে তাঁর সফরসঙ্গী রাজ্যপাল সি ভি আনন্দ বোস। নিজস্ব চিত্র।

তবে রাষ্ট্রপতির শান্তিনিকেতন সফরের আগেই তাল কাটল। বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে রাজনীতিকরণের অভিযোগ তুলে অপসারণের দাবিতে রাষ্ট্রপতিকে খোলা চিঠি বিশিষ্টদের। চিঠিতে সই বিশ্বভারতীর কয়েকজন অধ্যাপক, আশ্রমিকেরও। নিজস্ব চিত্র।

মঙ্গলবার শান্তিনিকেতন যাওয়ার সঙ্গে রাষ্ট্রপতি যাবেন বেলুড় মঠে। শ্রীরামকৃষ্ণ, স্বামীজির ঘর, নাটমন্দির ঘুরে দেখবেন, জানাবেন শ্রদ্ধা। বেলুড় মঠে প্রস্তুতি তুঙ্গে। আজ দর্শনার্থী প্রবেশেও জারি বাড়তি কড়াকড়ি।

সোমবার তাঁর কর্মসূচি শেষ হয়েছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য সরকারের সংবর্ধনা অনুষ্ঠান দিয়ে। সেখানে তাঁকে স্বাগত জানিয়ে একাধিক উপহার হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী। নিজস্ব চিত্র।

রাষ্ট্রপতির সম্মানে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিলেন মুখ্যমন্ত্রী নিজে। আদিবাসী নাচের ঐতিহ্যবাহী পোশাক পরিয়ে তাঁকে প্রস্তুত করে দিলেন মন্ত্রী বীরবাহা হাঁসদা। নিজস্ব চিত্র।

গত বছরই বাংলার দুর্গাপুজো UNESCO-র হেরিটেজ তকমা পেয়েছে। তা মনে রেখে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাষ্ট্রপতির হাতে ডোকরার দুর্গামূর্তি তুলে দিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। নিজস্ব চিত্র।

আন্তর্জাতিক স্তরে সমাদৃত পুরুলিয়ার ছৌ-নৃত্য। রাষ্ট্রপতির হাতে প্রাচীন ঐতিহ্যের সেই নিশান, ছৌ মুখোশ তুলে দেওয়া হল সংবর্ধনা অনুষ্ঠানে। দিলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। নিজস্ব চিত্র।