Advertisement
Advertisement

Breaking News

Ileana D'Cruz

বেবিবাম্প-এই বিকিনি! রোদমাখা ছবিতে অন্তঃসত্ত্বা ইলিয়ানা যেন আরও ‘দুষ্টু’, দেখুন

'বেবিমুন'-এ ইলিয়ানা ডিক্রুজ। চমকে দিলেন নতুন ফটোতে।

গত মঙ্গলবার সাত-সকালে চমক দিয়েছেন বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে ইলিয়ানা জানিয়েছেন তিনি মা হতে চলেছেন। অভিনেত্রীর এই পোস্ট দেখা মাত্রই হইচই বলিপাড়ায়।

ইলিয়ানা আপাতত প্রেমিকের সঙ্গে বেবিমুন কাটাচ্ছেন। সেখান থেকেই একটা ছবি শেয়ার করলেন। রোদমাখা ছবিতে অন্তঃসত্ত্বা ইলিয়ানা যেন আরও 'দুষ্টু'।

পরনে প্রিন্টেড বিকিনি। যদিও ছবিতে বেবি বাম্প পোশাকের আড়ালে। তবে নেটপাড়া তিনি ইতিমধ্যেই সরগরম করে ফেলেছেন ইলিয়ানা।

সম্প্রতি ইলিয়ানা তাঁর ইনস্টাগ্রামে পোস্ট করে ইঙ্গিত দিয়েছেন যে তিনি কন্যান্তানের মা হতে চলেছেন।

খুদের ছোট্ট পোশাক শেয়ার করে লিখেছেন, 'রোমাঞ্চ শুরু হল! শীঘ্রই আসছে… আমার ছোট্ট রানির সঙ্গে দেখা করার জন্য় অধীর অপেক্ষায় আছি।'

কিন্তু সোশ্যাল মিডিয়া জুড়ে উঠেছে প্রশ্ন। ইলিয়ানার তো বিয়ে হয়নি। তাহলে তাঁর সন্তানের বাবা কে? নেটিজেনরা ইতিমধ্যেই নানাভাবে কটাক্ষ করতে শুরু করেছেন ইলিয়ানাকে।

ক্যাটরিনা কাইফের ভাই সেবাস্টিয়ান লরেন্ট মিশেলের সঙ্গে প্রেম করছিলেন ইলিয়ানা। সেই প্রেম নিয়ে অবশ্য মুখ খুলতে দেখা যায়নি তাঁকে। প্রশ্ন উঠছে, তাহলে কি এই সন্তান ক্যাটরিনার ভাই সেবাস্টিয়ানের?