Advertisement
Advertisement

Breaking News

Hooghly

লক্ষ্য রাষ্ট্রপতি পুরস্কার, কাঠ দিয়ে নিজের বাড়ির দেওয়ালেই শিল্পকর্মে মগ্ন হুগলির প্রশান্ত

বাটালি, হাতুড়ি দিয়ে কাঠের উপর নিখুঁত কাজ করে চলেছেন যুবক। কাঠের উপর ফুটিয়ে তোলা হচ্ছে মহাত্মা গান্ধী, বিপ্লবী ক্ষুদিরাম বসুর প্রতিকৃতি।

বাটালি, হাতুড়ি দিয়ে কাঠের উপর নিখুঁত কাজ করে চলেছেন যুবক। কাঠের উপর ফুটিয়ে তোলা হচ্ছে মহাত্মা গান্ধী, বিপ্লবী ক্ষুদিরাম বসুর প্রতিকৃতি। মনীষীদের পাশাপাশি ইতিহাসের বিভিন্ন খণ্ড ছবিও ফুটিয়ে তোলেন শিল্পী প্রশান্ত অধিকারী। বাড়িতেই তৈরি করে ফেলেছেন এক সংগ্রহশালা। এইসব কিছুই তিনি নিজের বাড়ির দেওয়ালে ফুটিয়ে তুলেছেন। তথ্য ও ছবি: সুমন করাতি

প্রায় ৩০ বছর ধরে কাঠের কাজের সঙ্গে জড়িত প্রশান্ত অধিকারী। একসময় তিনি নিজের বাড়ির দেওয়ালেই কাঠের কাজ শুরু করেন। ফুটিয়ে তুলতে শুরু করেন মনীষীদের প্রতিকৃতি, ছবি। পাশাপাশি তৈরি করেন বিভিন্ন দেব-দেবীর কাঠের নিদর্শনও। এই কয়েক দশকে বাড়ির প্রায় সব দেওয়ালেই ফুটিয়ে তোলা হয়েছে তাঁর এই শিল্পকলা। বহু মানুষ সেই কাজ দেখতেও যান ওই বাড়িতে। তথ্য ও ছবি: সুমন করাতি

তাঁর এই কাজের কথা ছড়িয়ে পড়েছে বিভিন্ন মহলেও। রাজ্য ও জেলা তরফেও তিনি একাধিকবার পুরস্কৃত হয়েছেন। ২০১১ ও ২০২১ সালে পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগের তরফে পশ্চিমবঙ্গ কারুশিল্প প্রতিযোগিতায় সম্মানিত হয়েছেন প্রশান্ত। চলতি বছরেও তিনি এই পুরস্কার জিতেছেন। এখন তাঁর লক্ষ্য, হস্তশিল্পে রাষ্ট্রপতি পুরস্কারের সম্মান অর্জন করা। তার জন্য দিন-রাত পরিশ্রম করে চলেছেন। তথ্য ও ছবি: সুমন করাতি

শিল্পী প্রশান্ত অধিকারী বলেন, "আমার বাবা অরুণ অধিকারীর কাঠের গোলা ছিল। সেখানে বিভিন্ন ধরনের কাঠের নানা আসবাব পত্র তৈরি হত।" সেই সুবাদে ছোট থেকেই বাতিল কাঠের টুকরো নিয়ে নাড়াচাড়া করা শুরু। সেসব কাঠের টুকরো দিয়ে একের পর এক পরবর্তীকালে শিল্পকর্ম তৈরি করা শুরু হয়। তথ্য ও ছবি: সুমন করাতি

কাঠের কাজের পাশাপাশি ছবি আঁকারও প্রশিক্ষণ চলতে থাকে। বিশ্ববিদ্যালয়ের গণ্ডি প্রশান্ত পার করার পর আপাতত নিজের এই শিল্পচর্চা নিয়েই ব্যস্ত রয়েছেন। কাঠের খণ্ড দিয়ে তৈরি করেছেন বীণা বাদনরত সরস্বতীর মূর্তি। তথ্য ও ছবি: সুমন করাতি

শিল্পী প্রশান্ত অধিকারী বলেন, "সমস্তটাই হাতুড়ি আর বাটালি দিয়ে কাঠ কেটে তৈরি করা হয়েছে। এতে আমি কোনও রঙের ব্যবহার করি না। এই শিল্পকে বাঁচিয়ে রাখতে গ্রামের ছেলে–মেয়েদের নিরখরচায় প্রশিক্ষণ দিই। আমার লক্ষ্য হস্তশিল্পের প্রসার ঘটানো। আমার এই কাজে মা প্রতিমা অধিকারী ও আমার স্ত্রী কবিতা অধিকারীর অনেক অবদান রয়েছে।" তথ্য ও ছবি: সুমন করাতি