আমির শেখের আমন্ত্রণে শনিবার দুদিনের কুয়েত সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৯৮১ সালে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ৪৩ বছর পর কুয়েত সফরে গেলেন ভারতের কোনও প্রধানমন্ত্রী।
কুয়েতের মাটিতে পা রাখার পর তাঁকে অভ্যর্থনা জানান কুয়েতের উপপ্রধানমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ, বিদেশমন্ত্রী আবদুল্লাহ আলি-সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা।
বিমানবন্দর থেকে বেরিয়ে কুয়েতে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর। মোদিকে অভ্যর্থনা জানাতে ভারতের নানা রাজ্যের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রবাসীদের তরফে। এই তালিকায় ছিল পুরুলিয়ার ছৌ নাচও।
মহাভারত ও রামায়ণের আরবি ভাষার অনুবাদক আবদুল্লা বারোন ও আরবি ভাষায় এই দুই গ্রন্থের প্রকাশক আবদুল লতিফ আলনেসেফের সঙ্গে সাক্ষাৎ নরেন্দ্র মোদির। প্রধানমন্ত্রীর বার্তা, এই ঘটনা দুই দেশের সাংস্কৃতিক সেতুবন্ধন।
১০১ বছর বয়সি প্রাক্তন আইএফএস আধিকারিক মঙ্গল সাঁই হান্দার সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর। ইরাক, কুয়েত, চিন, আর্জেন্তিনা, ব্রিটেন এবং কম্বোডিয়া দূতাবাসে কাজ করেছেন এই শতায়ু আধিকারিক।
কুয়েতের গাল্ফ স্পিক লেবার ক্যাম্পে কর্মরত ভারতীয় শ্রমিকদের সঙ্গে সাক্ষাৎ করতে প্রধানমন্ত্রীর। তাঁদের সঙ্গে কথা বলার পাশাপাশি একত্রে খাবার খেতে দেখা যায় মোদিকে।
'হালা মোদি' অনুষ্ঠানে প্রবাসী ভারতীয়দের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, নতুন কুয়েতের যে দক্ষতা, প্রযুক্তি, উদ্ভাবন এবং জনশক্তি দরকার, তা ভারতের রয়েছে। তিনি বলেন, দুটি দেশই হৃদয়ের বন্ধনে আবদ্ধ।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.