রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধের আবহে এবার ইউক্রেনের রাজধানী কিয়েভে পা রাখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কয়েক মাস আগেই রাশিয়া গিয়েছিলেন। সেখানে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন। ছবি- পিটিআই
এবার ইউক্রেনে গিয়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সঙ্গে বিশেষ বৈঠক সারলেন মোদি। ছবি- পিটিআই
শান্তিপূর্ণভাবে ইউক্রেন সমস্যা মেটানোর বার্তা দিয়েছেন তিনি। ইউক্রেনে পৌঁছে মোদি জানান, 'ভারত শান্তির সেতু হতে চায়।' ছবি- পিটিআই
মোদি বলেন, বন্ধু এবং সঙ্গী হিসাবে ভারত চায় পূর্ব ইউরোপে শান্তি ফিরুক। প্রধানমন্ত্রীর কথায়, “প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে আমার যা কথা হয়েছিল, সেটাকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই। ছবি- পিটিআই
শুধু করমর্দন কিম্বা আলিঙ্গনই নয়। এদিন ইউক্রেনের প্রেসিডেন্টের কাঁধে কার্যত বন্ধুত্বপূর্ণ হাত রাখেন মোদি। যে ছবি দেখে কূটনৈতিকরা মনে করছেন, বিদেশনীতির আঙিনায় একটি প্রতীকী ঘটনা। ইউক্রেনে পা রাখার আগে, তার প্রতিবেশী ইউরোপীয় দেশ পোল্যান্ডে গিয়েছিলেন মোদি। ছবি- পিটিআই
মােদি জানান, এই বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা হবে। শান্তিপূর্ণভাবে যেন এই সমস্যা মেটানো যায়, সেই বিষয়টি তুলে ধরব। ছবি- পিটিআই
মোদির সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে ইউক্রেনও। প্রেসিডেন্টের অন্যতম উপদেষ্টা মিখাইলো পোদোলিক বলেন, “মোদির সফর আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ভারতের মতো দেশের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে তাদের বোঝাতে হবে যে, যুদ্ধের সঠিক পরিণতি কী হওয়া উচিত।”
মিখাইলোর মতে, যেহেতু নয়াদিল্লির সঙ্গে মস্কোর সুসম্পর্ক আছে তাই মোদির এই সফরের প্রভাব পড়বে রাশিয়ার উপর।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.