Advertisement
Advertisement

Breaking News

PM Narendra Modi

অনন্ত-রাধিকাকে আশীর্বাদে হাজির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, এলেন শঙ্করাচার্যও

আম্বানি পুত্র অনন্ত ও রাধিকার বিয়ে উপলক্ষে দ্বিতীয় দিনেও চাঁদের হাট।

আম্বানি পুত্র অনন্ত ও রাধিকার বিয়ে উপলক্ষে দ্বিতীয় দিনেও চাঁদের হাট। শনিবার আশীর্বাদ অনুষ্ঠানে নব দম্পতিকে আশীর্বাদ করতে হাজির হলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বহুমূল্য' বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হলেন উত্তরাখণ্ডের শঙ্করাচার্য অবিমুক্তেশ্বরানন্দ সরস্বতী। পুজোর থালি হাতে তাঁকে বরণ করে নেন মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি।

অভ্যাগতের তালিকায় বাদ ছিলেন না প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও। স্বপরিবারে এই অনুষ্ঠানে উপস্থিত হন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি।

জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বিদেশি অভ্যাগতের সংখ্যাও কম ছিল না। অনন্ত ও রাধিকার বিয়ের দ্বিতীয় দিনে সস্ত্রীক হাজির হন ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন।

একেবারে চেনা মেজাজে এই অনুষ্ঠানে দেখা গেল যোগগুরু হিসেবে পরিচিত বাবা রামদেবকে। ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছবিও তুলতে দেখা গেল তাঁকে।

প্রথমদিন না এলেও বিয়ের দ্বিতীয় দিনে আম্বানিদের অনুষ্ঠানে হাজির হলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।

'12th Fail' সিনেমার রিয়েল হিরো আইপিএস মনোজ শর্মা ও তাঁর স্ত্রীকেও শনিবার দেখা গেল আম্বানিদের বিয়ের আশীর্বাদ অনুষ্ঠানে।

শাসকদলের নেতাদের পাশাপাশি রাজস্থানের কংগ্রেস নেতা শচিন পাইলটকেও দেখা গেল সম্পূর্ণ ভিন্ন মেজাজে।