শেষ দফা ভোটের আগে বঙ্গে প্রচারের ঝড় তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অশোকনগরে জনসভা-রোড শো, বারুইপুরে নির্বাচনী সভা সেরে উত্তর কলকাতায় দীর্ঘ র্যালি করলেন তিনি। তার আগে অবশ্য বাগবাজারের সারদা মায়ের বাড়িতে শ্রদ্ধার্ঘ্য প্রদান করেন তিনি। সারেন প্রার্থনা। মায়ের বাড়ির পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে প্রসাদী শাল, ধুতি, চাদর, বই, সারদা দেবীর ছবি এবং নির্মাল্য তুলে দেওয়া হয়।
সেখান থেকে মোদির কনভয় চলে আসে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে। সেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করেন তিনি। আগে থেকেই প্রধানমন্ত্রীর জন্য সিঁড়ি বানিয়ে রাখা হয়েছিল। তাতে উঠেই মূর্তিতে মালা দেন মোদি।
এর আগে বারুইপুরে দলীয় প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে সভা করেন। সেখানে বাংলার মণীষী রাজনারায়ণ বসুর ছবি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন যাদবপুরের প্রার্থী।
বারুইপুরের সভায় রাজ্য সঙ্গীত রবি ঠাকুরের 'বাংলার মাটি বাংলার জল' আবৃত্তি করেন। শুরুটা ঠিকঠাক থাকলেও প্রথম ছত্রের শেষের দিকে উচ্চারণে গোলমাল বাঁধে। সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে নেন তিনি। বলেন, "আমার উচ্চারণের ত্রুটি আপনারা ক্ষমা করবেন।"
সেখান থেকে কপ্টারে চেপে রেসকোর্সে নামেন মোদি। তার পর সড়কপথে শ্যামবাজারের উদ্দেশে রওনা হন। নিরাপত্তার চাদরে মুড়েছিল শহর। রাস্তার দুপাশে ছিল অগণিত মানুষের ভিড়। ছবি: সায়ন্তন ঘোষ।
রোড শো-তে প্রধানমন্ত্রীর গাড়িতে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়। ছিলেন দমদমের বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শো-এর শুরুতে মোদির পাশে সুকান্ত শুভেন্দু থাকলেও পরে প্রার্থী তাপস রায় ছিলেন প্রধানমন্ত্রীর পাশে। ছবি: সায়ন্তন ঘোষ।
জনতার ঢল সামলে সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে শেষ হয় রোড শো। ছবি: সায়ন্তন ঘোষ।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.