Advertisement
Advertisement
PM Modi

কাশ্মীরে মহিলাদের সঙ্গে সেলফি মোদির, যোগ দিবসে অংশ নিলেন রাজনাথ থেকে যোগী

প্রধানমন্ত্রী দেশবাসীকে বার্তাদেন যোগাসনকে দৈনন্দিন জীবনের সঙ্গী করে তুলুন।

আজ শুক্রবার আন্তর্জাতিক যোগ ব্যায়াম দিবস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বরাবর এই দিনে দেশবাসীকে উৎসাহ দিয়েছেন। নিজেও ব্যায়ামে অংশ নিয়েছেন। এইবারও অন্যথা হল না। এদিন কাশ্মীরের শ্রীনগরে, ডাল লেকের ধারে শের-ই-কাশ্মীর আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেন মোদি। তার পর স্থানীয় মহিলাদের সঙ্গে সেলফিও তোলেন তিনি।

যোগ দিবসে অংশ নেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি ভবনের সংস্কৃতি ভবনে নিজের নিরাপত্তারক্ষী ও রাজভবনের কর্মীদের সঙ্গে যোগ ব্যায়াম করেন তিনি।

প্রধানমন্ত্রীর পদে শপথ নেওয়ার পর থেকেই যোগ ব্যায়াম দিবস পালন করে আসছেন নরেন্দ্র মোদি। তৃতীয়বার প্রধানমন্ত্রীর গদিতে বসার পরও তার অন্যথা হয়নি। দেশবাসীকে প্রতিদিন যোগ ব্যামায় করার বার্তা দেন তিনি। পাশাপাশি, তিনি দাবি করেন বিদেশের রাষ্ট্রনেতারা তাঁর সঙ্গে যোগ ব্যায়াম নিয়ে আলোচনা করেন।

উত্তরপ্রদেশের মথুরায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও যোগ দিবস পালন করেন। অংশগ্রহন করে তিনি জানিয়েছেন, যোগ ও ধ্যান আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। যোগব্যায়াম শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি এবং আধ্যাত্মিক চেতনাকে শক্তিশালী করে।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলের সঙ্গে রাজভবন প্রাঙ্গণে যোগ ব্যায়াম করেন। পাশাপাশি রাজ্যবাসীকে যোগ করার পরামর্শ দিয়েছেন তিনি।

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর দিল্লিতে সরকারি আধিকারিকদের সঙ্গে যোগ ব্য়ায়াম করেন। তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, যোগ ব্য়ায়াম অনেকের জীবনে অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে।

যোগ করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের যোগকে বিশ্ব দরবারে নিয়ে গিয়েছেন।

ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকেও যোগ ব্যয়ামের আয়োজন করা হয়। সেখানে অংশগ্রহণ করেন সেনা জওয়ানরা।

যোগ দিবসে অংশগ্রহণ করে সেনাবাহিনীর সারমেয়রাও।