Advertisement
Advertisement
Narendra Modi

শপথের আগে গান্ধী, বাজপেয়ীকে স্মরণ মোদির, গেলেন ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালেও

রবিবারই প্রধানমন্ত্রী পদে তৃতীয়বারের জন্য শপথ গ্রহণ করতে চলেছেন নরেন্দ্রে মোদি।

রবিবারই প্রধানমন্ত্রী পদে তৃতীয়বারের জন্য শপথ গ্রহণ করতে চলেছেন নরেন্দ্রে মোদি। তার আগে সকাল থেকে ঠাসা কর্মসূচি প্রধানমন্ত্রীর। তাঁর সঙ্গে ছিলেন রাজনাথ সিংও। ছবি: পিটিআই।

শপথগ্রহণের দিন সকাল সকাল নমোকে দেখা গেল রাজঘাটে। জাতির জনক মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধের সামনে গিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করলেন তিনি। ছবি: পিটিআই।

তার পরই তিনি গেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর স্মৃতিসৌধ ‘সদৈব অটল’-এ। সেখানেও প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিজেপির অন্যতম প্রাণপুরুষকে শ্রদ্ধাজ্ঞাপন করতে দেখা গিয়েছে মোদিকে। ছবি: পিটিআই।

গান্ধী এবং বাজপেয়ীর উদ্দেশে শ্রদ্ধাজ্ঞাপনের পর প্রধানম যান রাজধানীর জাতীয় যুদ্ধ স্মারক বা ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের কাছে। সেখানে পুষ্পস্তবক দিয়ে শহিদদের শ্রদ্ধা জানান হবু প্রধানমন্ত্রী। ছবি: পিটিআই।

শপথের আগে রবিবার সকালে চা চক্রের আয়োজন করা হয়েছে মোদির তরফে। সেখানে হবু মন্ত্রীরা যোগ দিতে পারেন বলে সূত্রের খবর। ইতিমধ্যে তাঁদের আমন্ত্রণও জানানো হয়েছে। ছবি: পিটিআই।

রবিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে গিয়ে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন মোদি। তাঁকে শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ছবি: পিটিআই।

তৃতীয় মোদি মন্ত্রিসভায় কারা কারা ঠাঁই পান, সেটা নিয়েই এখন যাবতীয় জল্পনা। শোনা যাচ্ছে, মোদির সঙ্গে এদিন আরও জনা পঞ্চাশেক মন্ত্রী শপথ নেবেন। ছবি: পিটিআই।