রবিবারই প্রধানমন্ত্রী পদে তৃতীয়বারের জন্য শপথ গ্রহণ করতে চলেছেন নরেন্দ্রে মোদি। তার আগে সকাল থেকে ঠাসা কর্মসূচি প্রধানমন্ত্রীর। তাঁর সঙ্গে ছিলেন রাজনাথ সিংও। ছবি: পিটিআই।
শপথগ্রহণের দিন সকাল সকাল নমোকে দেখা গেল রাজঘাটে। জাতির জনক মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধের সামনে গিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করলেন তিনি। ছবি: পিটিআই।
তার পরই তিনি গেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর স্মৃতিসৌধ ‘সদৈব অটল’-এ। সেখানেও প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিজেপির অন্যতম প্রাণপুরুষকে শ্রদ্ধাজ্ঞাপন করতে দেখা গিয়েছে মোদিকে। ছবি: পিটিআই।
গান্ধী এবং বাজপেয়ীর উদ্দেশে শ্রদ্ধাজ্ঞাপনের পর প্রধানম যান রাজধানীর জাতীয় যুদ্ধ স্মারক বা ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের কাছে। সেখানে পুষ্পস্তবক দিয়ে শহিদদের শ্রদ্ধা জানান হবু প্রধানমন্ত্রী। ছবি: পিটিআই।
শপথের আগে রবিবার সকালে চা চক্রের আয়োজন করা হয়েছে মোদির তরফে। সেখানে হবু মন্ত্রীরা যোগ দিতে পারেন বলে সূত্রের খবর। ইতিমধ্যে তাঁদের আমন্ত্রণও জানানো হয়েছে। ছবি: পিটিআই।
রবিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে গিয়ে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন মোদি। তাঁকে শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ছবি: পিটিআই।
তৃতীয় মোদি মন্ত্রিসভায় কারা কারা ঠাঁই পান, সেটা নিয়েই এখন যাবতীয় জল্পনা। শোনা যাচ্ছে, মোদির সঙ্গে এদিন আরও জনা পঞ্চাশেক মন্ত্রী শপথ নেবেন। ছবি: পিটিআই।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.