Advertisement
Advertisement
PM Modi

বাইডেনকে আলিঙ্গন থেকে চিনকে কড়া বার্তা, রইল মোদির মার্কিন সফরের সেরা মুহূর্ত

২১ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত আমেরিকায় থাকবেন প্রধানমন্ত্রী।

ফের আলিঙ্গন কূটনীতিতে বাজিমাত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। রাশিয়া সফরে ভ্লাদিমির পুতিন, ইউক্রেন সফরে ভলোদিমির জেলেনস্কির পর এবার আমেরিকা সফরে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে জড়িয়ে ধরলেন তিনি।

বিশ্ব রাজনীতিতে যুযুধান বাইডেন-পুতিন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ঘিরে প্রতিদিন একে অপরকে তোপ দাগছেন দুই রাষ্ট্রপ্রধান। কিন্তু ভারসাম্যের কূটনীতির বলে দুই রাষ্ট্রপ্রধানই উষ্ণ আলিঙ্গনে স্বাগত জানিয়েছেন মোদিকে।

শনিবার আমেরিকা পৌঁছেছেন প্রধানমন্ত্রী। সেখানেই কোয়াডের বৈঠকে যোগ দেন তিনি। বক্তব্যও রাখেন ওই বৈঠকে।

কোয়াড বৈঠক শেষ হওয়ার পরে ডেল্যাওয়ারে বাইডেনের বাসভবনে যান মোদি। সেখানে মার্কিন প্রেসিডেন্ট এবং আমেরিকার ফার্স্ট লেডির জন্য বিশেষ উপহার নিয়ে যান তিনি।

কোয়াড সম্মেলনে মোদির সঙ্গে হাজির ছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ, জাপানের প্রধানমন্ত্রী ফুমিয়ো কিশিদা।

অস্ট্রেলিয়া, ভারত, জাপান ও আমেরিকা এই চার দেশ নিয়ে গঠিত কোয়াড জোট। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনের চোখ রাঙানি রুখতে হাতে হাত রেখেছে এই দেশগুলো।

কোয়াড সম্মেলনে চিনকে কড়া বার্তা দেন প্রধানমন্ত্রী। সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল থেকে শান্তিপূর্ণ সমাধান করতে বলে বক্তব্য রাখেন তিনি।

২১ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত আমেরিকায় থাকবেন প্রধানমন্ত্রী। প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠানে ভাষণ দেবেন তিনি।

মোদি ডেলাওয়্যারে পৌঁছতেই উচ্ছ্বসিত প্রবাসী ভারতীয়রা। 'মোদি, মোদি' ধ্বনিতে তাঁরা স্বাগত জানান প্রধানমন্ত্রীকে। তাঁর সঙ্গে সেলফিতে মেতে ওঠেন প্রবাসীরা।