Advertisement
Advertisement

Breaking News

Golper Sera Saat

সমসময়ের গল্পের সেরা উদযাপন, ছবিতে ছবিতে রইল ‘গল্পের সেরা হাত’-এর নানা মুহূর্ত

গুণীজন সমাগমে এক অসাধারণ সন্ধ্যা বুঝিয়ে দিয়ে গেল বাঙালি আজও গল্পতরু।

সংবাদ প্রতিদিন ডিজিটালের 'গল্পের সেরা হাত' প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চাঁদের হাট।

বৃহস্পতিবার সন্ধ্যায় ইন্ডিয়ান সেন্টার ফর কালচারাল রিলেশনের সত্যজিৎ রায় অডিটোরিয়ামে বাংলা গল্পের জমজমাট উদযাপন।

শুরুতেই পৃথ্বীদেব ভট্টাচার্যের সরোদের মূর্ছনা অনুষ্ঠানের তারকে উঁচুতে বেঁধে দেয়।

গুণীজন সমাগমে এক অসাধারণ সন্ধ্যা বুঝিয়ে দিয়ে গেল বাঙালি আজও গল্পতরু।

বড়দের বিভাগে সেরার সেরায় প্রথম পার্থ সেন, দ্বিতীয় রামকৃষ্ণ প্রধান, যুগ্ম তৃতীয় মৌসুমী রায়, রাজীব রায় গোস্বামী।

ছোটদের সেরার সেরায় প্রথম ঋদ্ধিমা বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সৌরাশিস ভট্টাচার্য, তৃতীয় সিঞ্চন চট্টোপাধ্যায়।