ভারতের প্রথম আদিবসী রাষ্ট্রপতি নির্বচিত হলেন দ্রৌপদী মুর্মু। আগামী পাঁচ বছরের জন্য রাইসিনা হিলসের বাসিন্দা তিনি।
রাষ্ট্রপতি ভবনে রয়েছে প্রচুর ঘোড়া এবং অন্যান্য সুযোগসুবিধা। প্রেসিডেন্ট এস্টেটের মধ্যেই রয়েছে হাসপাতাল, গলফ কোর্স।
প্রেসডেন্টের বাসভবনের অন্যতম আকর্ষণ মুঘল গার্ডেন্স। কাশ্মীরের বাগানের আদলে তৈরি করা হয়েছে এই গার্ডেন। প্রায় পনেরো একর জমি নিয়ে তৈরি এই বাগানে ফুলের শোভা ছাড়াও রয়েছে নানা চিত্রকলা।
রাষ্ট্রপতির কাজে সাহায্য করার জন্য কমপক্ষে একশো জন সহায়ক থাকেন।
ছুটি কাটানোর জন্য দু'টি জায়গায় যেতে পারেন রাষ্ট্রপতি। শিমলা এবং হায়দরাবাদে দু'টি রাষ্ট্রপতি ভবন রয়েছে। উত্তর এবং দক্ষিণ ভারতের ঐক্যের নিদর্শন রাখতেই বিশেষ জায়গায় রাষ্ট্রপতি ভবন তৈরি করা হয়েছে।
কালো রঙের মার্সিডিজ বেনজ এস৬০০ গাড়ি রাখা হয় রাষ্ট্রপতির চলাফেরার জন্য। এছাড়াও একটি সশস্ত্র লিমুজিন গাড়িতে সফর করেন তিনি।
অবসর নেওয়ার পরে বিশেষ বাংলো পান রাষ্ট্রপতি। সেই সঙ্গে মাসিক দেড় লক্ষ টাকা ভাতা পান তিনি। একজন সঙ্গীকে নিয়ে চলাফেরার জন্য ট্রেন বা বিমানের ভাতাও পান তিনি।
রাষ্ট্রপতির নিরাপত্তার জন্য মোতায়েন করা হয় সেনাবাহিনির বিশেষ ইউনিট। ভারতীয় সেনার সবচেয়ে পুরোন পিবিজি ইউনিট প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকেন। প্রয়োজনে যুদ্ধেও নামতে পারে এই বাহিনী।
ভারতের রাষ্ট্রপতি মাসিক্ম পাঁচ লক্ষ টাকা বেতন পান। সেই সঙ্গে অন্যান্য ব্যয়ের ক্ষেত্রেও বেশ কিছু ছাড় পান তিনি।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.