Advertisement
Advertisement
Parno Mittra

হাতে জুতো নিয়ে আয়নার সামনে পোজ! পার্টি গার্ল পার্ণো

নায়িকার হইহুল্লোড়ের সঙ্গী কারা?

বছরের শুরুতে পার্টি মুডে পার্ণো মিত্র। বন্ধুদের সঙ্গে দেদার হইহুল্লোড়ে মেতেছিলেন নায়িকা। হাসি-মজা, খাওয়া-দাওয়ায় কেটেছে দারুণ সময়। মাঝে আবার জুতো হাতে ক্যামেরার সামনে দিয়েছেন পোজ।

বরাবরই বিন্দাস মেজাজের মালকিন পার্ণো। শাড়িতে যেমন স্বছন্দ্যবোধ করেন, ঠিক তেমনই কেতাদুরস্ত ওয়েস্টার্ন পোশাক ক্যারি করতেও নায়িকার জুড়ি মেলা ভার।

অভিনেত্রীর স্টাইল স্টেটমেন্ট বরাবরই কুল অ্যান্ড ক্যাজুয়াল। এদিনের পার্টিতেও ছিল তাই। সোশাল মিডিয়া স্টার 'লাফটার সেন' নীলাঞ্জন মণ্ডলের সঙ্গে ওয়াইন গ্লাস হাতে তুলেছেন মিষ্টি ছবি।

রবি ওঝার 'খেলা' সিরিয়ালের মাধ্যমে পার্ণোর অভিনয় সফর শুরু হয়। অভিনেত্রীর প্রথম সিনেমা অঞ্জন দত্ত পরিচালিত 'রঞ্জনা আমি আর আসব না।'

'বেডরুম', 'মাছ মিষ্টি অ্যান্ড মোর', 'আমি আর আমার গার্লফ্রেন্ডস', 'অপুর পাঁচালি', 'বনবিবি'র মতো একাধিক সিনেমা রয়েছে পার্ণোর ফিল্মোগ্রাফিতে।

আগামীতে পার্ণোকে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত 'ভোগ' ওয়েব সিরিজে। অভিনেত্রীর পাশাপাশি সিরিজে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য। ছবি: ইনস্টাগ্রাম।