মাখন শরীরে দুষ্টুমির প্রশ্রয়। এতেই হয়তো সইফ আলি খানের বড় ছেলে ইব্রাহিমের মন কেড়েছেন পলক তিওয়ারি।
গ্ল্যামার দুনিয়া পলকের ছোটবেলা থেকেই চেনা। কারণ তাঁর মা হিন্দি টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা তিওয়ারি।
শ্বেতার প্রথম স্বামী রাজা চৌধুরী পলকের বাবা। রাজাও ভোজপুরী সিনেমার পরিচিত মুখ। মা-বাবার মতোই পলক অভিনয়কে পেশা হিসেবে বেছে নিয়েছেন।
২০২১ সালে মুক্তি পাওয়া 'রোজি: দ্য স্যাফরন চ্যাপ্টার'-এর মাধ্যমে পলকের অভিনয় সফর শুরু হয়। সলমন খানের 'কিসি কা ভাই কিসি কি জান' সিনেমাতেও দেখা যায় তাঁকে।
তবে অভিনয়ের চেয়ে বেশি সইফপুত্র ইব্রাহিমের সঙ্গে প্রেম নিয়েই বেশি চর্চায় থেকেছেন পলক। মাঝে মধ্যেই একসঙ্গে পার্টি করতে দেখা গিয়েছে দুজনকে। ছবি: ইনস্টাগ্রাম।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.