Advertisement
Advertisement

Breaking News

Orry

সেলেবদের সঙ্গে ফের রঙিন মেজাজে ওরি! ‘তারকাদের পার্টিতে কীভাবে ঢোকেন?’ প্রশ্ন নেটপাড়ার

এবার কোন কোন সেলেবের সঙ্গে ছবি তুললেন ওরি?

বলিপাড়ার দিওয়ালি পার্টি হোক কিংবা তারকাদের বার্থডে পার্টি। টুক করে যথাস্থানে, যথাসময়ে পৌঁছে যান বিনোদন জগতের চেনামুখ ওরহান আত্রামানি ওরফে ওরি! কে ওরি? কী করেন? সেলেবদের সঙ্গে একাধিক ছবি তুললেও তাঁর আসল পরিচয় নিয়ে ধোঁয়াশা বলিপাড়ায়। এবার ক্যাটরিনার সঙ্গে পোজ দিলেন ওরি।

সম্প্রতি তাঁকে দেখা গেল ইশা আম্বানির যমজ সন্তানের জন্মদিনের পার্টিতে। সেখানেও বলি সেলেবদের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে ছবি তুললেন ওরি। ওরির সঙ্গে দেখা গেল সানায়া কাপুরকে।

ওরিকে নিয়ে সোশাল মিডিয়াতেও কৌতূহল প্রচুর। ইনস্টাগ্রামে তাঁর পাঁচ লক্ষের বেশি ফলোয়ার। সলমন খানের বোন অর্পিতার সঙ্গে দেখা গেল ওরিকে।

ওরির লিঙ্কডইন প্রোফাইলের খবর ছড়িয়ে পড়েছে। সেই প্রোফাইলে লেখা রিলায়েন্স গ্রুপের স্পেশ্যাল প্রজেক্ট ম্যানেজার এই সোশাল মিডিয়া তারকা। রবিনা ট্যান্ডনের মেয়ে রাশার সঙ্গেও দেখা গেল ওরিকে।

শোনা গিয়েছে, ইশা আম্বানি ও রাধিকা মার্চেন্টের সঙ্গেও তাঁর বন্ধুত্ব রয়েছে। ওরি ছবি তুললেন ইশা আম্বানির সঙ্গেও।

শ্লোকা আম্বানির সঙ্গেও পোজ দিলেন ওরি।

শুধু তাই নয়, রাধিকা মার্চেন্টের সঙ্গেও দেখা গেল ওরিকে। এক সংবাদমাধ্যমের প্রতিনিধির সঙ্গে কথা বলতে গিয়ে ওরি জানিয়েছেন জীবনের স্কুল থেকে তাঁর শিক্ষা। আবার নিজেকে মার্কেটিং গুরু হিসেবেও দাবি করেছেন ওরি।