Advertisement
Advertisement

কর্ণাটকের মুখ্যমন্ত্রীর শপথে চাঁদের হাট, কারা কারা এলেন?

কোন কোন বিরোধীকে পাশে পেল না কংগ্রেস?

কর্ণাটকে সিদ্দারামইয়ার শপথের মঞ্চ যেন চাঁদের হাট। উপস্থিত বিরোধী শিবিরের ৬ মুখ্যমন্ত্রী।

রাজস্থানের অশোক গেহলট, হিমাচলের সুখবিন্দর সিং সুখু, ছত্তিশগড়ের ভুপেশ বাঘেল, তামিলনাড়ুর এম কে স্ট্যালিন, বিহারের নীতীশ কুমার এবং ঝাড়খণ্ডের হেমন্ত সোরেনও উপস্থিত ছিলেন।

এরা ছাড়াও উপস্থিত ছিলেন এনসিপির শরদ পওয়ার, ন্যাশনাল কনফারেন্সের ফারুখ আবদুল্লাহ, পিডিপির মেহেবুবা মুফতি, আরজেডির তেজস্বী যাদব।

বামেদের তরফে সিপিএমের সীতারাম ইয়েচুরি এবং সিপিআইয়ের ডি রাজা উপস্থিত ছিলেন।

কংগ্রেসের তরফে সরাসরি বিজেপির বিরোধী মতাদর্শে বিশ্বাসী সব বিরোধী দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল, শুধু আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল এবং তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির কেসিআর বাদে।

মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হলেও মমতা নিজে না গিয়ে প্রতিনিধি পাঠিয়েছেন। অখিলেশ যাদবকেও গরহাজির ছিলেন।