Advertisement
Advertisement
Manu Bhaker

লাল পেড়ে সাদা শাড়ি, খোলা চুলে ‘বঙ্গতনয়া’ মনু ভাকের, ঘুরে দেখলেন শ্রীভূমির মণ্ডপ

Advertisement

দুর্গাপুজোর কলকাতায় অলিম্পিকে জোড়া পদকজয়ী মনু ভাকের। ঘুরে দেখলেন কলকাতার জনপ্রিয় এক পুজোর মণ্ডপ।

শনিবার বিকেলে পদক জয়ী শুটার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপে আসেন। সঙ্গে ছিলেন মন্ত্রী সুজিত বসু। এই প্রথম কলকাতার দুর্গাপুজো দেখলেন মনু।

একেবারে বাঙালির পুজোর বেশে সেজেছিলেন মনু। পরনে ছিল লাল পাড় সাদা শাড়ি। তাও আবার আটপৌঢ়ে কায়দায়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাড়ে ৭ গ্রাম ওজনের বিশ্ব বাংলা পেনডেন্ট চেন-সহ উপহার পাঠিয়ে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর মাধ্যমে মনুকে শুভেচ্ছা জানিয়েছেন।

সুজিত বোসও গোল্ড প্লেটেড রুপোর বন্দুকের স্মারক উপহার দেন প্যারিস অলিম্পিক্সে জোড়া ব্রোঞ্জজয়ী মনুকে।

স্মারকের সঙ্গে ছিল রসগোল্লার হাঁড়িও। যা দেখে মনুর মুখে চওড়া হাসি দেখা দেয়।

মনুর কথায়. "এই প্রথম শাড়ি পরে এখানে এসে ঠাকুর দেখলাম। বাংলা বেশি বুঝি না।"

তবে অলিম্পিকে সোনাজয় আর রসগোল্লার কথা তিনি ভালোই বুঝেছেন বলে জানালেন মনু ভাকের।