ব্যঙ্গ, বিদ্রুপ, কটু কথা যেন কিছুতেই পিছু ছাড়ে না। তবে নুসরত জাহান তা নিয়ে বেশি মাথা ঘামানোর পাত্রী নন। তিনি নিজের শর্তে বাঁচতে ভালোবাসেন।
ব্যস্তজীবনে ফাঁক পেলেই ব্যাগ-পত্তর গুছিয়ে বেরিয়ে পড়েন অভিনেত্রী। সঙ্গে থাকেন যশ দাশগুপ্ত। এবারও অভিনেতা তাঁর সঙ্গী।
প্রকৃতির মাঝেই তারকা যুগলের শান্তির আশ্রয়। কোথায় গিয়েছেন? তা জানা যায়নি। তবে নিজের পোস্টের ক্যাপশনে 'আইল্যান্ড লাইফ' হ্যাশটাগ দিয়েছেন নুসরত।
বাংলা সিনেমার জগতে এক যুগেরও বেশি সময় কাটিয়ে ফেলেছেন নুসরত। অভিনয়ের পাশাপাশি প্রযোজনায় ময়দানেও পা রেখেছেন তিনি।
ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে সম্পর্কে ছিলেন নুসরত। দুজনের 'বিয়ে' নিয়ে বিস্তর চর্চা হয়। বিচ্ছেদের সময় নুসরত দাবি করেন, নিখিল ও তাঁর বিয়েই হয়নি।
এর মধ্যেই নুসরতের অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানা যায়। ছেলের বাবা হিসেবে যশের নামই নথিভূক্ত করিয়েছেন অভিনেত্রী। তর্ক-বিতর্ককে কখনও পাত্তা দেনননি প্রাক্তন সাংসদ। নিজের মতো করে জীবন গুছিয়ে নিয়েছেন তিনি। ছবি: ইনস্টাগ্রাম।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.